| 20 এপ্রিল 2024
Categories
নারী

ক্লেয়ার ডেলটন, ইজ ইট ফেমিনিজম? 

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
নারী হইনি, হবও না। ভিনদেশী সব রং, পাউডার, আমারও আছে। ভিন্ন রকম গন্ধ বোতল আমিও পরি। ফ্যাশন হাউস, কুমড়ো ফুল এক্সেসরিজ আমারও লাগে। মেয়েলিপনা, গান, সিনেমা, স্মৃতির বাড়ি, একলা লাগা, বাউন্ডুলে উস্কানিরা ভীষণ ডাকে। নিখাদ গল্প, হিতৈষী দিন, পালং শাকের বিছানা বালিশ, হুহু পত্রে মেঘের নোলক আমিও পাঠাই রাতের বাক্সে।
শৈশবেতে মেয়ে ছিলাম তাই নাচ শিখতাম। ঘুড়ি পাইনি, মাল্টি কালার বল পাইনি, হাততালি আর রেস পাইনি। মক্তবেতে ওড়না ছিলাম, উড়তে মানার ভাষণ নিতাম। কুকঁড়ো চুলের পুতুল ছিলাম। ঢাউস মাঠে বর্ষা এলে, ইঞ্জিনেতে নৌকা চলে। ছেলের দল সব বাহবা কুড়োয়, আমিও কুড়োই চোখের গোল, বৃষ্টি ফুল, ছবির বইটা, পুতুল দুইটা, রান্না বাটি তখন থেকেই। মেয়ে মানেইতো নাইটেঙ্গেল, সেবার ঠিকে সারাটা জীবন। মেয়ে মানেইতো এঁটেল, পলি, দোঁআশ মাটি। ছেলেরা সব বৃক্ষ টিক্ষ, যুদ্ধ পাহাড়, জন্ম শ্রেষ্ঠ। আমরাতো সব পান্তা ভাতের পেঁয়াজ লঙ্কা, সর্ষে তেলে নকল ঝাঁজটা, পাতি হাঁসের পায়ের কিচ্ছা! নুপুর, চুড়ি, ফ্রক আর হ্যাটে ফ্রি পেয়েছি নিষেধ নামচা। 
নারী হলেই পুরুষ লাগে। পুরুষ আবার হরেক রকম। সেচ্ছাচার দুষ্ট রাজাও ইস্তফা দেয় রাজ্য পাঠে। নির্বাসনে শাস্তি গুণে। পুরুষগুলো আমৃত্যু পাপ। বয়েই যাবে, বয়েই যাবে। ধর্মমতে তালাক, ত্যাগে সন্মানিত সভা সদদের মাথা কাটে। আবার একলা হলে এই সমাজই ছুঁচোর দলে তাড়িয়ে মারে। মাথা তোমার, বুদ্ধি, ব্যথা ওদের হবে। বিশ্বব্যাপী হিম কমেছে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধনীতি, ভূগোল সীমার ঝিম ধরেছে। সমুদ্ররা সব কোর্ট দেখেছে। তবুও নারী দ্বিতীয় প্রাণী, বিচারকার্যে, শৌর্যে বীর্যে জিততে গেলে কাদের জানি ধাক্কা লাগে! 
তাইতো আমি নারী নই আজ পাঠশালা হই। শেখাতে নয়, শিখতে বসি। কালে ভদ্রে কাস্তেচরা, ব্ল্যাক বোর্ডে মুছতে থাকি উড়ার ক্ষত।ইতিহাস শুনতে লাগে ঘুম পাড়ানী গানের মত। তেজ আর গৌরবেতে নারী নামের দম্ভরা সব দাঁড়িয়ে থাকে ইমারতে। ভূগোল বলে, উঠতে চাইলে হিমালয়টাও খুব উঁচু নয়। ইংরেজদের সভাঘরটাও খুব দূরে কী? উদ্ধত দ্যাখ্, কারা হাঁটে! তখন আমি উৎসাহিত গণিত শাস্ত্র, যোগ বিয়োগে রেপিস্ট কাটি। পণ চাওয়া সব ভোঁদড় ধরে ব্যায়াম শেখাই নীল ডাউনে। আমার আঁকা ছবির খাতায় গাঁয়ের ঐ ঢিঙ্গে কালো দূরের মেয়েটাই প্রথম হবে। ইচ্ছেমত সাজার খেলায় আমি হব কুকঁড়ো চুলের অরুন্ধতী। হব আমি যুদ্ধ মিতা, হব না নারী লজ্জাবতী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত