করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে শিল্পীরা
অতীতে যেকোন দুর্যোগে শিল্পীরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বরাবরের মতো এবারও করোনা দুর্যোগে উপার্জনহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা।
চিত্রশিল্পীরা উৎসাহ ও আন্তরিকতার সাথে তাদের আঁকা চিত্রকর্ম প্রদান করছেন। প্রদানকৃত চিত্রকর্ম বিক্রির অর্থ অনুদান হিসেবে প্রদান করা হবে এই সময়ে আর্থিক অসুবিধায় থাকা মানুষদের কল্যাণে।

এক্সপেরিমেন্টাল মিডিয়া
এক্রেলিক অন সুইচ বোর্ড
সাইজ ২৪×২৪ ইঞ্চি
ব্রান্ড দল সর্বনামের ফেসবুক পেইজ (www.facebook.com/ShorboNam) এ প্রকাশিত চিত্রকর্ম কিনে আপনিও পাশে দাঁড়াতে পারেন এই কঠিন সময়ে অসহায় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে।
চিত্রকর্মগুলোর সর্বনিম্ন মূল্য দেয়া থাকবে আপনি চাইলে আপনার পছন্দের চিত্রকর্মটি বেশি দামে কিনেও তহবিল গঠনে সহায়তা করতে পারেন।

water color.
Size: 11″x16″
ফেসবুক পোষ্টে চিত্রশিল্পীর নাম,কাজের মিডিয়াম,কাজের সাইজ উল্লেখ থাকবে।
আপনি 01716972404 নাম্বারে বিকাশ করে আপনার পছন্দের চিত্রকর্মটি কিনে রাখতে পারেন।

Title : Metamorphosis
Medium : Intaglio (etching)
Size:8x10inch
সরকারী ঘোষণায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই চিত্রকর্মটি পার্সেল যোগে কিংবা সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে দেয়া হবে।

Medium : Acrylic on paper
Size : 20/30
সর্বনাম আশাকরে শিল্পীদের এই মহতি উদ্যোগে সকলে একাত্ম হয়ে মানুষের পাশে দাঁড়াবে।
সর্বনামের ফেসবুক পেজে নিয়মিত শিল্পীদের চিত্রকর্মের ছবি আপ দেয়া হবে। সেখান থেকে পছন্দসই চিত্রকর্ম বেছে নিতে পারবেন।

Title: flowers.
Medium : Water Color.
Size: 35c.m.-28c.m.
চাইলে চিত্রকর্ম না কিনেও বিকাশ নাম্বারে অনুদান পাঠানো যাবে।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।