জন্ম ১৯৭০ সালের। কর্মজীবন শুরু ১৯৯২-এ ‘ভ্রমণ’ পত্রিকার সাব-এডিটর হিসাবে। ১৯৯৬-৯৭ সালে ঝাড়গ্রাম রাজ কলেজে লেকচারার। ১৯৯৭ সাল থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক। ইতিহাস ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ভ্রমণ ও হিমালয়চর্চা পড়ান। গবেষণার বিষয় ঔপনিবেশিক দার্জিলিংয়ের অর্থনীতিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ভূমিকা। ভ্রমণ বিষয়ে কয়েক হাজার ফটো-ফিচার লিখেছেন দেশ-বিদেশের পত্রিকায়। লিখেছেন ছোটোগল্প ও উপন্যাস। প্রকাশিত ৩৩ টি বইয়ের মধ্যে ২৬টি ভ্রমণকথা। ভ্রমণআড্ডা থেকে ভ্রমণ-সম্মান ২০১৪ ও সিকিম এক্সপ্রেস সংবাদপত্র থেকে ট্রাভেল রাইটার অব দ্য ইয়ার ২০১৬ এবং নবাঙ্কুর সাহিত্য সম্মান ২০১৭ প্রাপ্ত। ভ্রমণচিত্র ও তথ্যচিত্র দেখানো হয়েছে নানা টিভি চ্যানেলে।