ভূমিকম্পে কেঁপে উঠল অসম
রবিবার রাতে কেঁপে উঠল অসম। গুয়াহাটি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
আতঙ্ক জাগিয়ে রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাংশ। রেখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অসমের তেজপুর এ দিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভূপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। বরপেটায় কম্পনের মাত্রা ছিল ৪.৭।
গত ফেব্রুয়ারিতে মেঘালয়, অসম এবং উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই একই ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। সেবার রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। তার রেশ কাটার আগে ফের উত্তরপূর্বে ভূমিকম্পের ঘটনা ঘটল।
