| 25 এপ্রিল 2024
Categories
সেল বাজার

বইমেলা ২০২০

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

মেলা বাঙালি লোক-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একালে নাগরিক জীবনকেও স্পর্শ করেছে মেলা। মেলার উপলক্ষ ও অনুষঙ্গের বহুমাত্রিকতার প্রমাণ বইমেলা। বইমেলার বাতাস বইছে কলকাতা ও তার আশপাশের জেলা গুলোয়, সদ্য বইমেলা শেষ হলো ত্রিপুরায়, আসামের বইমেলা আসছে, মহান ভাষা আন্দোলনে বাঙালির আত্মদানের মাস ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশে বাংলা একাডেমি আয়োজন করে বইমেলার। এই মেলা বাঙালির আধুনিক জীবন-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০২০ বইমেলায় প্রকাশ পাবে যে সব বই তা নিয়েই ইরাবতীর আয়োজন “বইমেলা”।

আজ থাকছে বীরেন মুখার্জীর ২০২০ একুশে বইমেলায় দৃষ্টি প্রকাশনা,কবি প্রকাশনী ও ছোট কবিতা থেকে প্রকাশিত চারটি বইটি নিয়ে কিছু কথা।


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

কবিতাগ্রন্থ

জতুগৃহের ভস্ম
বীরেন মুখার্জী
প্রচ্ছদ : রাজীব দত্ত
প্রকাশক : দৃষ্টি
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২০
মূল্য : ১৫০ টাকা

 

বইটি নিয়ে কবি আল মাহমুদ লিখছেন-

‘আমি বাংলা ভাষার একজন নিগূঢ় পাঠক। বীরেনের কবিত্বশক্তি আমার মতো একজন প্রবীণ প্রায়ান্ধ কবিকে যে ছুঁয়ে গেছে, একে অনেক বড় একটি বিষয় বলেই আমি মনে করি। আমি বিশ্বাস করি, বীরেন মুখার্জীর কবিতা আমার মতো বিদগ্ধ পাঠককে যেভাবে মুগ্ধ করেছে, সেভাবে বাংলা ভাষার অগণিত পাঠককেও মুগ্ধ করবে। কবিতা কষ্টের কলা- আমি চিরকাল বলে এসেছি। একে আয়ত্তে আনতে কষ্টমালা পরে কষ্টের সমুদ্রে ঝাঁপ দিতে হয়। বীরেনের মধ্যে সে প্রচেষ্টা ও প্রস্তুতি রয়েছে, এটা নিঃসন্দেহে আশার সঞ্চার করে।’

আল মাহমুদ
মার্চ ৪, ২০১৫

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

গুচ্ছঘাসের অন্ধকার
বীরেন মুখার্জী
প্রচ্ছদ পরিকল্পনা : বীরেন মুখার্জী
প্রকাশক : দৃষ্টি
প্রকাশকাল : ১৬ ডিসেম্বর ২০১৭
মূল্য : ১৫০ টাকা

 

বইটি নিয়ে কবি ইন্দ্রনীল সেনগুপ্ত লিখছেন-

‘বীরেন আমাদের তুলনায় বয়সে তরুণ, তবু লিখছেন তো বহুদিন। তার লেখা পরিণত, পরিমিত, আবেগের প্রকাশ কম, ব্যপ্তি বেশি। কবির মনের গভীরে যে ব্যাপ্তি তা এক আধ্যাত্মিকতার ইঙ্গিত দেয়। নব্বইয়ের কবি বীরেন নয়টি কাব্যগ্রন্থের স্রষ্টা। কিন্তু সেভাবে এক নিশ্বাসে আলোচিত হচ্ছে না কেন? এপার বাংলাতে অন্তত নয়। এই চটুলতা আর চাটুকারিতার যুগে আমরা বীরেনের মতো শক্তিশালী একজন কবিকে সঠিক নজরে দেখছি তো?’

ইন্দ্রনীল সেনগুপ্ত
কবি, কলকাতা

 

 

কবি গোলাম কিবরিয়া পিনু লিখছেন-

‘বীরেন মুখার্জী’র কবিত্ব ও তার কাব্য বৈচিত্র্য আমাদের বাংলা কবিতার অংশ হয়ে উঠেছে; এই কবির আধুনিক দৃষ্টিভঙ্গি, ভাবুকতা, অভিব্যক্তি ও কালসচেতনা আমাদের কবিতার মূলভ‚মিকে উজ্জ্বল করেছে। তাঁর কাব্যশক্তির প্রতি আমাদের রয়েছে আস্থা ও পক্ষপাত। নব্বইয়ের অন্যতম কবি হিসেবে সেই আশা জাগানিয়া কাব্যজগতের অধিকারী তিনি।’

গোলাম কিবরিয়া পিনু
কবি

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

হেমন্তের অর্কেস্ট্রা
বীরেন মুখার্জী
প্রচ্ছদ : তৌহিন হাসান
প্রকাশক : কবি প্রকাশনী
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৬
মূল্য : ১৫০ টাকা

 

বইটি নিয়ে অনুবাদক আবুল কাইয়ুম লিখছেন-

‘বীরেন মুখার্জীর কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি, আমার মনে হয়েছে, তার চিত্রকল্প নির্মাণ-কুশলতা। তার চিত্রকল্পগুলো সরল চিত্রীর আঁকা প্রত্যক্ষ ছবি নয়। দৃশ্যমান শ্রেণির চিত্রকল্প অনেকের কবিতাতেই থাকে, কিন্তু তার কবিতায় এটা নেই। তার চিত্রকল্পগুলো গভীর অন্তর থেকে উঠে আসা এমন ছবি, যাতে রয়েছে অন্তরেরই পুরো ছাপ, অর্থাৎ শুধু বাস্তবের রঙে নয়, অনেকাংশে হৃদয়ের রঙে আঁকা। প্রাণ থেকে উৎসারিত এ সব ব্যতিক্রমী ছবিই তার কবিতাগুলোর অধিকাংশ এলাকা জুড়ে। চিত্রকল্পগুলো খুব তরতাজা, স্বাদু, দৃষ্টিনন্দন এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব্য।

আবুল কাইয়ুম
শিক্ষক, অনুবাদক ও সমালোচক

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

প্রবন্ধগ্রন্থ

কবিতার শক্তি
বীরেন মুখার্জী
প্রচ্ছদ : শতাব্দী জাহিদ
প্রকাশক : ছোট কবিতা
প্রকাশকাল : মার্চ ২০১৮
মূল্য : ২৫০ টাকা

 

বইটি নিয়ে কবি ও গবেষক ড. তপন বাগচী লিখছেন-

‘বাংলা কবিতার অন্তর্নিহিত শক্তি সম্পর্কে এ পর্যন্ত কম কথা বলা হয়নি। বিষয়টি নতুন করে সামনে এনেছেন কবি-প্রাবন্ধিক বীরেন মুখার্জী। তিনি প্রাঞ্জল ভাষায় কবিতার শক্তি সম্পর্কিত যে নিজস্ব পাঠোপলব্ধি পাঠকের সামনে হাজির করেছেন, তা চিন্তাশীল এবং যুক্তিনিষ্ঠ। এ গ্রন্থে তিনি কবিতাবিষয়ক ভাষ্যই শুধু রচনা করেননি, সাম্প্রতিক কবিতার পরিচয় ও গতিপ্রকৃতি নিয়েও মন্তব্য-পর্যবেক্ষণ উপস্তাপন করেছেন। লেখকের অন্তর্ভেদী বিশ্লেষণ পাঠকের বোধে নতুন আলো ফেলতে সক্ষম। লেখকের দৃষ্টি তীক্ষ্ন ও তীব্র, স্বচ্ছ ও প্রগতিশীল, রুচি আধুনিক ও সুস্থ। বিশ্বসাহিত্যের মজবুত পঠন-পাঠন এবং সৃজন-মননের অপূর্ব মেলবন্ধনে রচিত গ্রন্থভুক্ত প্রতিটি প্রবন্ধ সুখপাঠ্য, প্রতিটি বিশ্লেষণই যুক্তিগ্রাহ্য। সমালোচনা-সাহিত্যের আক্রার সময়ে ‘কবিতার শক্তি’ গ্রন্থটি নতুন ভোরের আলো। সাময়িক চিন্তার ঘেরাটোপ পেরিয়ে এই গ্রন্থ কালাতিক্রমের স্বপ্ন দেখায়।’

ড. তপন বাগচী
কবি-গবেষক

বই চারটি গ্রন্থমেলায় লিটলম্যাগ চত্বর (উদ্যান) ‘দৃষ্টি’ ৫৯ নং স্টলে পাওয়া যাবে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত