Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ডা. মঈন স্মরণে চিরকুটের গান

Reading Time: < 1 minute

জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা দিতে গিয়ে তারা অনেকেই আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

এই চিকিৎসকের মৃত্যুশোকে কাতর পুরোদেশ। এবার প্রয়াত এই করোনা যোদ্ধাকে নিয়ে গান তৈরি করেছে ব্যান্ড দল চিরকুট।

‘মঈন উদ্দিন মঈন উদ্দিন, জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কি করে শোধিব ঋণ, দুটি সন্তান, স্ত্রী আর অসংখ্য গুণগ্রাহী, এই মৃত্যু বীরের চোখে পানি ফেলিব নাহি’—এমন কথার গানটি গেয়েছেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি।



সোমবার রাতে চিরকুট ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে গানটির লিরিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

শারমীন সুলতানা সুমি বলেন, ‘মানুষের সেবা করা ডাক্তারদের ধর্ম। তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় দিনরাত খেটে চলা সব স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আমাদের এই গান।’

সুমি জানালেন, এটি আপাতত ফেসবুকে প্রকাশিত হলেও নতুনভাবে গানটি ইউটিউবে আসবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>