| 19 এপ্রিল 2024
Categories
খবরিয়া খেলাধুলা ফুটবল

প্রয়াত প্রবাদপ্রতীম ফুটবলার চুনী গোস্বামী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী এই খবর জানিয়েছেন।
 
১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। চুনী গোস্বামীর ফুটবলজীবন ছিল অজস্র কীর্তিতে উজ্জ্বল। তবে তার মধ্যেই এশিয়ান গেমসে সোনা জয় ছিল সেরা মুকুট।
 
 
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগৎ সহ সর্বস্তরে।
 
 
কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন আর এক কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ময়দান হারাল আর এক নক্ষত্রকে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত