করোনা মারতে লাগে ৯২ ডিগ্রি তাপমাত্রা
বৈশাখ এসে গিয়েছে। গরমের এই শুরু। অনেকদিন ধরেই একটা কথা বাজারে ঘুরে বেড়াচ্ছিল, গরমে করোনার মৃত্যু অবধারিত। আর ভারতে যে মাত্রায় গরম পড়ে… এসব অলীক!
৪০-৫০ ডিগ্রি তাপমাত্রায় করোনার কিচ্ছু হবে না। ফ্রান্সের এক্স-মার্সাই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ১০০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় এই জীবাণুর মৃত্যু হয়! এই তাপমাত্রায় জল প্রচণ্ড গরম হয়ে টগবগ করে ফুটতে থাকে। কাজেই তাপমাত্রা থেকে এই জীবাণুর মৃত্যুর আশা ভুলে যাওয়াই ভাল! ৬০ ডিগ্রি তাপমাত্রাতেও এই ভাইরাস নিজের ক্লোন তৈরি করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, একমাত্র ৯২ ডিগ্রি তাপমাত্রায় মিনিটপনেরো রাখলেই করোনাভাইরাসের মৃত্যু হচ্ছে! সুতরাং, তাপমাত্রা নয়, কেবল ভ্যাকসিনই পারে এই করোনার গতি রোধ করতে। আপাতত…’সে অনেক শতাব্দীর মনীষীর কাজ!’
