Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

বাংলাদেশের পোশাক শিল্পকে রক্ষার আহ্বান ব্রিটিশ এমপির

Reading Time: < 1 minute

ক্রেতাদের অর্থ সহায়তা দিয়ে ক্রয়াদেশ ঠিক রাখার মাধ্যমে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর পোশাক শিল্পের ক্ষতি কমানোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য রুশনারা আলী। তিনি যুক্তরাজ্য সরকারকে সে দেশের ব্রান্ড বা বায়ারকে সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী ও ট্রেজারির চ্যান্সেলরের কাছে ২৩ এপ্রিল পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান তিনি।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত, ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ায় স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। লাখো মানুষ তাদের চাকরি হারিয়েছে। এর মধ্যে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর পরিস্থিতি সবচেয়ে কঠিন।

বাংলাদেশের পোশাক শিল্পের উদাহরণ দিয়ে চিঠিতে বলা হয়, তৈরি পোশাক রফতানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান, দেশটির রফতানি আয়ের ৮০ ভাগ আসে পোশাক খাত থেকে। ইতোমধ্যে পশ্চিমা কোম্পানিগুলো তাদের পোশাকের অর্ডার বাতিল করেছে। এ পর্যন্ত ক্রেতারা ৩৭০ কোটি ডলারের চুক্তি বাতিল করেছেন, যার মধ্যে ২৪০ কোটি ডলার বাতিল করেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো। অ্যাসডা, নিউ লুক, এডিনবার্গ উলেন মিলস, পিককস, স্পোর্টস ডিরেক্টস অ্যান্ড আর্বান আউটফিলটসহ যুক্তরাজ্যের বিভিন্ন ক্রেতারা এসব অর্ডার বাতিল করেছে। এতে বাংলাদেশের প্রায় দশ লাখ গার্মেন্টস শ্রমিক হয় চাকরি হারিয়েছেন অথবা বেতন পাননি।

তিনি বলেন, ‘যে সকল বৃটিশ কোম্পানি কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে আমি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা তাদের সরবরাহকারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে।’

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>