| 13 ডিসেম্বর 2024
Categories
খবরিয়া

গল্প ১০ টাকার বিক্রি ১০ কোটিতে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্সের ১৯৩৯ সালে প্রকাশ পাওয়া একটি কমিক্স বই নিলামে বিক্রি হয়েছে ১২ লাখ ৬০ হাজার ডলারে। যা দেশের টাকায় প্রায় ১০ কোটি টাকা।

অকশন হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে।

মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে ১০ সেন্টে বিক্রি হয়েছিল। যা দেশীয় মুদ্রায় মাত্র ১০ টাকার সমান।

১৯৬০-এর দশকে চিত্রনাট্যকার স্টান লির পরিচালনায় মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস দারুণ হিট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত