দুঃস্বপ্নের এক্কাদোক্কা
চাঁদ আর নক্ষত্র দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে কাক ও ক্যাকটাস।
তারপর, কঙ্কাল ও ছায়া।
চৈত্রের শালবন দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে ভীমরুল ও শুঁয়োপোকা।
তারপর, দাবানল ও হাহাকার।
মায়ামৃদঙ্গ ও মনিপদ্ম দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে জিরাফ ও হায়না।
তারপর, যাপন ও অন্ধকার।
কোনো মায়াময় রাত ডিজিটাল স্বপ্ন দিয়ে শুরু করি যদি,
তবু তারপরও দুঃস্বপ্নেরা জড় হয়ে এক্কাদোক্কা খেলে আমার সঙ্গে সারারাত…
তবু তারপরও দুঃস্বপ্নেরা…