| 25 এপ্রিল 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

ছাই-ছাই  বিকেল ও অন্যান্য

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

৪ মে কবি ঈশিতা ভাদুড়ীর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


দুঃস্বপ্নের এক্কাদোক্কা

চাঁদ আর নক্ষত্র দিয়ে শুরু করি যদি,

পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে কাক ও ক্যাকটাস।

তারপর, কঙ্কাল ও ছায়া।

চৈত্রের শালবন দিয়ে শুরু করি যদি,

পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে ভীমরুল ও শুঁয়োপোকা।

তারপর, দাবানল ও হাহাকার।

মায়ামৃদঙ্গ ও মনিপদ্ম দিয়ে শুরু করি যদি,

পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে জিরাফ ও হায়না।

তারপর, যাপন ও অন্ধকার।

কোনো মায়াময় রাত ডিজিটাল স্বপ্ন দিয়ে শুরু করি যদি,

তবু তারপরও দুঃস্বপ্নেরা জড় হয়ে এক্কাদোক্কা খেলে আমার সঙ্গে সারারাত…

তবু তারপরও দুঃস্বপ্নেরা…

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

রঙ

স্প্রেপেইন্টে নিজের শরীরের গোপন অভিসন্ধিগুলো বেরিয়ে পড়েছে পোস্টকার্ডে। দর্শকেরা

টানটান, হাততালি দিতে ভুলে গেছে। যেন তুষারপাতেও বিস্মিত নয় কেউ। স্তব্ধতার গায়ে হাত

রেখে স্পষ্ট মনে পড়ে, সমুদ্রের জলে লাল দেখেছিলাম, সূর্য। এখন দেখছি সবুজ শ্যাওলা। কাল কি

কমলা, উড়ন্ত ক্যানভাস? আসলে প্রতিটি দৃশ্যের জন্যেই নতুন রঙ, সতর্ক জেগে থাকা। প্রতিটি

দৃশ্যেই মেরুদণ্ড পেঁচিয়ে ব্যাকরণের জটিল তত্ত্ব।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

অক্ষর কাঁদে একা

শব্দেরা স্মৃতিভ্রষ্ট দূরবর্তী দূরে আজ, অক্ষর কাঁদে একা।
চারপাশে যে দু’চারটে পালক উড়ে বেড়ায়
রোদ্দুর অথবা চাঁদ কেউই কি পারে
.                                             তাকে দিতে অন্য চিত্রকর ?

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

অল্প দক্ষিণে যদি

কমা আর সেমিকোলনের মধ্যবর্তী অংশে
দাঁড়িয়ে য়ে শূণ্যতা তার থেকে উত্তরে
হাঁটি য়দি অথবা অল্প দক্ষিণে
সেখানে কি অসামান্য ক্যানভাস কোনো ?

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ছাই-ছাই  বিকেল

হেমন্তের কুয়াশা এবং দু-চারটে বিষন্নতায় আজ
ছাই-ছাই বিকেল আর বিবর্ণ ক্যানভাস—

একান্ত কোনো দেওয়াল নেই যেইখানে আঁকতে পারি
কাঞ্চনজঙ্ঘাটিকে,
দুই কিংবা চার পলক দাঁড়াতে পারি একা
এমন নিভৃত বারান্দাও নেই |

হয়ত কোনোদিন নির্মিত হবে
একান্ত দেওয়াল অথবা ব্যক্তিগত আড়াল—
তখন হয়তো থাকবে না কেউ ছাদের কার্ণিশে,
দেওয়ালে হিজিবিজি দাগে একা দাঁড়কাক শুধু—

হয়তো তখন
কুয়াশা এবং বিষন্নতা থেকে সরে আমি অন্য পথে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

নিভে যাচ্ছে আকাশ

হঠাৎ নিভে যাচ্ছে আকাশ
তলিয়ে যাচ্ছ তুমি
.                কি এক আশ্চর্য ঘুমের মধ্যে
আর এখানে সুতে-কাটা ঘুড়ির মতো আমি
.                পড়ে আছি প্রবল শূণ্যতায়

এই ঘুম কেমন?
.                তুমি তলিয়ে যাচ্ছো দয়াহীন!
.                ফেলে যাচ্ছ সমুদ্র-ঢেউ তীব্র কোলাহল!

  এই যে তুমি চলে যাচ্ছো
.                অন্যত্র, অনন্ত ঘুমে
কি হবে আমার এই সূর্য-ছেড়া সকাল?

অরণ্য বা নদী, কার কাছে যাবো আমি?

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

অন্ধগলিতে দীর্ঘশ্বাস

বিশ্বাস বাড়ির পুকুরে অভিমান বেঁচে ছিল গতকালও,
আজ সকালে কে বা কারা হত্যা করেছে তাকে।
রাস্তা বন্ধ, মানুষ টানটান, অন্ধগলিতে দীর্ঘশ্বাস।
সংক্ষিপ্ত কারণ খুঁজে বার করি, একটু সরে দাঁড়াবেন?

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

কুয়াশা-মেঘ

কুয়াশা মেঘ শীতের আকাশে চোদ্দ টুকরো ওরা
আর সারারাত পাপড়ি ছড়ানো বিছানাটি
.                  বিষন্ন একা
সারারাত শীত শীত ওরা

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত