আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আইসোলেসন
একটা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে রূপকথারা, ক্রমশ তীব্র অবিচ্ছেদ্য অন্ধকারে…
সেই অন্ধকার দেখতে দেখতে বিধ্বস্ত নক্ষত্রেরা দাঁড়িয়ে পড়েছে একে অন্যের সঙ্গে গজ মেপে মেপে। আর, মায়াবী মেঘ, গোপন প্রেম সবই গড়িয়ে পড়ছে অতল খাদে। শূন্যতার মধ্যে মিশে যাচ্ছে শূন্যতা আরও…
সেই অন্তহীন শূন্যতায় আইসোলেশন শব্দটি দাঁড়িয়ে আছে বৃক্ষের মতন। আর, চুম্বন, সহবাস এই সব অন্যান্য শব্দেরা পড়ে আছে ডাস্টবিনে।
অনিবার্য অবিশ্বাস
অবিশ্বাসের পাহাড় বেড়ে উঠছে ক্রমশ…
মানুষের থেকে মানুষের দূরত্ব আরও, নিজের থেকেও নিজের। বিশ্বসংসারের কোনো বস্তুই বিশ্বাস্য নয় আর। বিছানায় গড়িয়ে পড়া চাঁদের দিকেও তাকাই না আর…
যেমন কোনো কোনো বসন্তে হেমন্ত এসে দাঁড়ায়, তখন পলাশও পারেনা সরাতে পাথর, এমন কি তখন নদীও পারে না গড়িয়ে যেতে, সেরকমই ভাঙা যাচ্ছে না অবিশ্বাসের পাহাড়।
সেরকমই অনিবার্য অবিশ্বাস এখনও অনেকদিন।

জন্ম দক্ষিণ কলকাতায়। পেশা রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থপতি। আটের দশকে কবিতা দিয়ে লেখালিখির শুরু।সেঁজুতি ভাদুড়ী ছদ্মনামেও লিখেছেন। কবিতা, গদ্য, সম্পাদনা মিলিয়ে ৩৫ টি বই প্রকাশিত। পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। ২০০৮ সালে বেজিং-এ ভারতীয় দূতাবাস আয়োজিত একক কবিতা সন্ধ্যায় অংশ নিয়েছেন। পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, কবি বিষ্ণু দে স্মৃতি পুরস্কার, কবি গৌরাঙ্গ ভৌমিক স্মৃতি পুরস্কার, শান্তিলতা দেবী স্মৃতি পুরস্কার, কিঞ্জল পত্রিকা সম্মাননা, বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন সম্মাননা ইত্যাদি।