আমাজন অস্ট্রেলিয়ার পরে জ্বলছে জলদাপাড়া
আমাজন অরণ্যের মাইলের পর মাইল দাবানলে ধ্বংস হয়ে যাওয়ার ক্ষত এখনও সারেনি। ভুলতে পারিনি অস্ট্রেলিয়ার জঙ্গলের আগুলে পুড়ে যাওয়া কোয়ালাদের চেহারা। তারই মধ্যে প্রায় একই ভয়াবহতার শিকার হল উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান। সোমবার রাতে জলদাপাড়া জঙ্গলের মালঙ্গি বিটের তোর্সার চর লাগোয়া ঘাসবনে আগুন লেগে ছাই হয়ে গিয়েছে বিস্তীর্ণ তৃণভূমি। এর ফলে মারাত্মক ক্ষতি হয়েছে বাস্তুতন্ত্রের। কোনও বড় প্রাণীর মৃত্যুর খবর এখনও পাওয়া না গেলেও, ঘাসবনের উপর নির্ভরশীল হরিণ, গন্ডার, বাইসন, বিপন্ন প্রজাতির খরগোশ, ময়ূর, অজস্র কীটপতঙ্গ বিপদের মুখে। বহু জীবজন্তুর ডিম নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলদাপাড়ার অরণ্যে কিন্তু প্রাকৃতিকভাবে দাবানল লাগে না। দুঃখের বিষয়, বন দফতর সূত্রে বলা হচ্ছে, সম্ভবত স্থানীয় গ্রামবাসীদের জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকে এই আগুন ছড়িয়েছে। শুকনো পাতায় আগুন লেগে ছড়িয়ে গিয়েছে জঙ্গলে। অনেক সময়ে এই ভাবে আগুন লাগিয়ে শুকনো ঘাস পোড়ানোও হয়। সোমবার গভীর রাত পর্যন্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঠিকই, কিন্তু মঙ্গলবার কিছু জায়গায় ফের ধিকিধিকি করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।
কৃতজ্ঞতা: উনিশকুড়ি
