| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

নিস্পত্র ফাগুন


একদিন তুমুল ভাইরাসেরা
ছুটে এলো আমাদের গল্পের দিকে
বরফের দেশ থেকে এলো, গবেষণাগারের
ঘষা কাঁচ ফুঁড়ে এলো

ছুটে এসে তাঁরা পাখিদের হয়ে
শীষ দিয়ে গেলো, ফুটিয়ে তুললো
পুড়ে যাওয়া আমাজন, মরা ডাল
খাতা খুঁটে লিখে গেলো দানার বকেয়া

আর বেঁধে বেঁধে নয়
আমাদের গল্পের দিকে এসে তাঁরা
রেখে গেলো পুরোনো করোটি
নিজেদের প্রত্যেকের ছায়ার তফাৎ


কার কাছে যাবো


একে একে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে
ঘন ঘন ধুয়ে নিচ্ছে হাতের স্পর্শ,

বাহু থেকে বাহু
আমি আর কার কাছে যাবো-
আকাশের বর্ণহীনতা নাকি মাটির জাহান
বলো আমি কার কাছে যাবো?বলো ক্যারোলের সুর,
অবিরত সন্ধ্যার শাঁখ ,
সিজদার ঠান্ডা জমিন
আমি আর কার কাছে যাবো?একে একে সবাই ফিরিয়ে নিয়েছে মুখ
আটকে থাকা মাস্ক, জীবন্ত পরিজন
এমনকী কবরের হা, নির্বিরোধ
মৃতদের ঘর, নিঃশুল্ক পচনের অধিকারবলো আমি আর কার কাছে যাবো!

স্তব্ধতা


শবের আচ্ছাদন পরে শুয়ে আছে
তাঁর নীরবতা যেরকম নিজের নদীর
পাশে শুয়ে আছে চর, ছুঁয়ে আসা
জলের স্মৃতির মতো স্তব্ধতা

আমাকে আকাশ শেখানো একটি পাখি
এ থেকেই দিয়ে গেলো শীষ
এসো ঝাঁপ দাও সুমিষ্ট ফলের ভেতর
সেও আছে জেনে নিভৃত পোকার বিষ…


ঝরা পাতাদের থেকে


চৈত্র সেলের খাতায় এবছরও
তোমার নাম রয়ে যাবে , স্বস্তিচিহ্ন আঁকা-
আগামীতে আবার ঝরাতে আসবে পাতা

শিব ঠাকুরের মেজেন্টের
গা থেকে হাড় জিরজিরে আলো
মাথার ওপর চক্কর খেতে খেতে
পুনর্বার নেমে আসবে গাছের গোড়ায়

হিসেবের মগডালে টিকে আছে

যে নিরব পাতাটি তাঁর দিকে হা করে
তাকিয়ে থাকবে  বছরের শেষ

বিকেলের রোদ

বিদায়ের ভান করে এসে গান করে
সেও লেখা হবে বকেয়া খাতায়


সমাপনী


 

ধীরে ধীরে চলে যাচ্ছে আরেকটি বছর
এই বছরও তুমি ইস্পাতের মতো নির্মোহ
সমান্তরাল থেকে যাবে দুটি ইস্টিশানের মাঝখানে,
নুড়ি ও পাথরের পাশে শুয়ে থাকবে ঝমঝম
শব্দগুলির ভাষা ও অনুবাদ,
বিগত বছরগুলির মতো এবছরও
নিজেদের বিনষ্ট করবে শ্বেত ও লোহিত কনিকাদলধীরে ধীরে চলে যাচ্ছে আরেকটি বছর
বকেয়া খাতায় লেখা হবে চামড়ার
সমারোহ স্তর, আকাশে মেঘের ডাকে
মাথা তুলবে ছাতার মাশরুম, গ্ল্যান্ডের ফুলে ওঠা
গান, ছড় টানবে গ্রামের ধূসর সমাপনী, তবু এতো রিক্ত ভেবো না
কহ্তে কবীরা… আটকে থাকা বুননের
ফাঁসে সুতো দেবে মাকুর অক্সিজেন
প্রতি বছরের মতো এবছরও গ্রাম ছেড়ে
দেশ ছেড়ে চলে যাবে আরেকটি বছর…

2 thoughts on “কবিতাগুচ্ছ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত