লকডাউনের মধ্যেই বাংলা বিনোদন জগতে এল সুখবর। কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের পরিবারে এল তাঁদের প্রথম সন্তান। ৫ মে সকালেই জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান, এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্রে। কোয়েল ও তাঁর সন্তান দুজনেই সুস্থ, জানিয়েছেন তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক।
মল্লিক পরিবার ও সিং পরিবারের কাছে বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না। ৫ মে ভোর পাঁচটা নাগাদ মা হয়েছেন অভিনেত্রী। সদ্যোজাতের ওজন ৩.১ কেজি বলে জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র মারফত। সংবাদমাধ্যমকে এই সুসংবাদটি দিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ”লকডাউনে এর থেকে খুশির খবর আর কী হতে পারে। সন্তান ও মা দুজনেই ভাল আছে।”
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।