| 29 নভেম্বর 2024
Categories
খবরিয়া বিনোদন

মা হলেন কোয়েল মল্লিক

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

লকডাউনের মধ্যেই বাংলা বিনোদন জগতে এল সুখবর। কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের পরিবারে এল তাঁদের প্রথম সন্তান। ৫ মে সকালেই জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান, এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্রে। কোয়েল ও তাঁর সন্তান দুজনেই সুস্থ, জানিয়েছেন তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক।

মল্লিক পরিবার ও সিং পরিবারের কাছে বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না। ৫ মে ভোর পাঁচটা নাগাদ মা হয়েছেন অভিনেত্রী। সদ্যোজাতের ওজন ৩.১ কেজি বলে জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র মারফত। সংবাদমাধ্যমকে এই সুসংবাদটি দিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ”লকডাউনে এর থেকে খুশির খবর আর কী হতে পারে। সন্তান ও মা দুজনেই ভাল আছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত