| 19 এপ্রিল 2024
Categories
খবরিয়া

গান গেয়ে নগরবাসীর মনোবল বাড়ালো কলকাতা পুলিশ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

লকডাউনে পুরোপুরি স্তব্ধ কলকাতা-সহ গোটা দেশ। ভয় এবং আতঙ্কে অনেকেই চোখের পাতা এক করতে পারছেন না। সময় কাটাবেন কীভাবে? কেউ পড়ছেন বই, কেউ শুনছেন গান, কেউ দেখছেন সিনেমা। ঠিক এমন পরিস্থিতিতে ঝিমধরা শহরকে জাগিয়ে তুলল কলকাতা পুলিশের গড়িয়াহাট শাখা। জনশ্রুতে প্রচলিত আছে পুলিশ মানেই ভয়, বুক ঢিপঢিপ। হাতে বন্দুক নিয়ে এই বুঝি তেড়ে এল। অতএব আমরা অনেকেই প্রথাগত চিন্তাভাবনার বাইরে খুব একটা বেরোতে পারি না, বলা ভালো বেরোতে চাই না। তাই তো বাস্তব অনেক ঘটনাই কেমন রূপকথার মতো শোনায়।



একডালিয়া এলাকায় গড়িয়াহাট থানায় কর্তব্যরত পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে গেয়ে উঠলেন গান। প্রত্যেকের হাতে মোবাইলের আলো। পুলিশের মুখে তখন অঞ্জন দত্তর বিখ্যাত ‘বেলা বোস’-এর সুরে একখানি প্যারোডি। সেই সমবেত গান শুনে এলাকার লোকজন চলে এলেন বারান্দায়। কোরাসে তাঁরাও গলা মেলালেন। লকডাউন চলাকালীন এর আগেও পুলিশ শুনিয়েছিল ‘আমরা করব জয়’। বো ব্যারাকস থেকেও ভেসে এসেছিল সেই গান। এবার ‘বেলা বোস’। 

সুরেলা সন্ধ্যায় ঘুম ভাঙল তিলোত্তমার। ভয়ের মাঝে একটুকরো নরম হাওয়া। পাশে পাশে থাকার অঙ্গীকার। দিনরাত এক করে করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা অর্জন করেছে পুলিশ। তাঁদের কোনও ছুটি নেই। অন্ধকার রাস্তাই তাই বন্ধু হয়ে ওঠে। গানের স্রষ্টা স্বয়ং অঞ্জন দত্তও কি জানতেন, এই গানই একসময় করোনা বিরোধী গান হয়ে উঠবে? ঘুমন্ত কলকাতাকে চাঙ্গা করে তুলবে? হঠাৎ? এতদিন পর? পুলিশদের কাছে এই গান আসলে উজ্জ্বল আগামীর প্রতি আহ্বান। একদিন আলো ফুটবেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত