| 12 সেপ্টেম্বর 2024
Categories
বিনোদন

ভালবাসার ১৪টি বাংলা গান

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

‘ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে
শুনে ফেলে অনুভূতির হাসি
ভালোবাসা নান্দনিক যাতায়াতে
ভালোবাসা মানে চৌরাসিয়ার বাঁশি—’

প্রেমে পড়ুন বা না-পড়ুন, এই গান শুনে মনে পুলক জাগেনি এমন হয়েছে নাকি? কলেজের প্রথম ফেস্টে কিংবা প্রথম চোখের চাওয়ায় যে-সব গানগুলো ঘুরে বেড়াত বা আজও বেড়ায়, তার মধ্যে এটা তো একটা বটেই। আজ ১৪ ফেব্রুয়ারি। হিসেব মতো ভালবাসার দিন, ‘ভ্যালেন্টাইনস ডে’। কিন্তু ভালবাসা কি হিসেব করে আসে? না দিনক্ষণ বাছ-বিছার করে? রোজই ভালবাসার দিন। কিন্তু ভালবাসার মতো একটা সুন্দর জিনিসকে ডেডিকেট করে একটা দিন কি থাকতে নেই? তাই ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ তে, ভালবাসাকে আরও ভালবাস!

সেই কবে থেকেই ভালবেসে আসছেন, তারা এই দিনটায় প্রথা মেনে ‘ভালবাসি’ কথাটা উচ্চারণ করলেন না। কিন্তু ছড়িয়ে দিলেন ভালবাসার কথা? কিংবা জানিয়ে দিলেন মেসেজে। আবার এরকমও আছ যারা ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ তেই আকারে-প্রকারে মনের কথা জানাতে চান মনের মানুষকে— এই দু’ধরনের ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর কিন্তু হতেই পারে গান।

সেই কোন কালে রবিঠাকুর বলে গিয়েছিলেন ‘গান দিয়ে দ্বার খোলাব’। প্রেমের ক্ষেত্রে এর থেকে বড় কথা আর হতে পারে না। তাই গানে-গানে দিনটাকে ভরিয়ে তুলতে রইল ভালবাসার ১৪টি বাংলা গান—

ভালবাসা মানে ধোঁয়া ছা়ড়ার প্রতিশ্রুতি…

একটু পথ তুমি এসো আর একটু আমি…

শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম…

তুমি আমার বায়ান্ন তাস শেষ দানেও আছি…

যেখানে সীমান্ত তোমার…

আজ হোক না রং ফ্যাকাশে, তোমার আমার আকাশে…

আমার ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে…

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালবেসে…

জানি দেখা হবে…

তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি…

আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন…

তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্‌স বই…

তুই ছুঁলি যখন, তোরই হল এ মন…

যখন নীরবে দূরে দাঁড়াও এসে…

তা হলে যে দাঁড়িয়ে আছে আপনার ‘গানের ওপারে’, তার কাছে আজকের দিনে পৌঁছে যাক একরাশ ভালবাসাময় সুরের উষ্ণতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত