নির্জন সুন্দরে
আজ ১৩ এপ্রিল আলোকচিত্র শিল্পী মনোতোষ কুমার নাথের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় জন্মতিথির শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

ভোকাট্টা ঘুড়িতে উড়িয়ে অনেক আকাশ
তোর ছলছল জল সারা গায়ে চোখ,
দুজন মুখোমুখি বসে –
মুখোমুখি দূরত্বের অনেক বাইরে…

সন্ধ্যা নামে, লুট করে আলো
ঠাঁইহীনা জলশ্রীর তটে
নকশিকথা গল্প
তোমাকে বলবে পাখিদের নিয়ে বসো ।

সবুজ কথার পদাবলি
উড়িয়ে পাহাড়ি মেঘের ঢল ফুরায়
আমি তো হারিয়েছি কবেই!


রৌদ্রের সঞ্চয়গাঁথা খুঁজে দেখে-
বিস্ফারিত অতীত!

দুজনের অন্তর্গত যুগল রোদে
অস্থির আমলকী পাতার মতন
খাঁটি হয়েছিলো আমাদের ভাষা

নির্থক শূন্যে
যেন গুজবের মত ঘুম-
ছুঁড়ে দিয়েছে মুখাভিনয়,
বাতাসের বুকে গিয়ে গোধূলি বাজাও, আদল!

বুকের উঠান জুড়ে নিষ্পত্র ধু ধু-
খরতর বৃষ্টি পড়ে তোকে পাওয়ার ওপার…

যেন তুই- সমুদ্র শোকের কাছে-
অচিন ঢেউফুল শিস…

আলোকচিত্র শিল্পী