গ্ল্যামার হারাল টেনিস কোর্ট অবসর নিলেন মারিয়া শারাপোভা
পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ‘গ্ল্যামার গার্ল’ ৩২ বছর বয়সী মারিয়া শারাপোভা(Maria Sharapova)। ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে এ রুশ তারকা লিখেছেন, ‘টেনিস— আমি গুডবাই জানাচ্ছি।’ এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন শারাপোভা।
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন মারিয়া। এরপর জেতেন ২০০৬ ইউএস ওপেন, ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ ফ্রেঞ্চ ওপেন।
টেনিসের পাশাপাশি মডেল হিসেবেও খ্যাতির শীর্ষে ছিলেন তিনি। র্যাম্পে আগুন ধরাতেন এই রুশ সুন্দরী। ২০১৬ সালে তার বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে। ১৫ মাসের জন্য নির্বাসিত হন শারাপোভা। নির্বাসন কাটিয়ে যখন কোর্টে ফিরলেন, তখন তার খেলায় আগের সেই ধার ছিল না। অবশেষে ৩২ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন এ রুশ সুন্দরী।
মারিয়া শারাপোভা টুইটে লেখেন, ‘‘টেনিস আমাকে বিশ্বকে দেখিয়েছে—সেটা আমাকে দেখিয়ে আমি কী দিয়ে তৈরি হয়েছি।এখান থেকেই আমি নিজেকে পরীক্ষা করেছি, নিজের পরিমাণ মেপেছি। এবং এ বার পরের অংশে আমি কী বেছে নেব, যাই হবে আমার পরবর্তী পাহাড়, আমি এগিয়ে যাব। আমি উঠতে থাকব, বড় হতে থাকব।” তিনি এই টুইটের সঙ্গে তাঁর একটি ছোটবেলার ছবিও পোস্ট করেছেন।
১৯ বছর টেনিসে কাটানো এবং পাঁচটি গ্র্যান্ডস্লাম টাইটেলের পর এবার নতুনের পথে হাঁটতে তৈরি তারকা এই টেনিস প্লেয়ার।
২০১৬তে একটা ভয়ঙ্কর অন্ধকার সময় নেমে এসেছিল তাঁর জীবনে। ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ফেল করে ১৫ মাসের জন্য নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। তার পরও ফিরে এসেছিলেন তিনি।
তার পরই নেমে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ে। একটা সময় ছিটকে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ে। একটা সময় টেনিস বিশ্বের এক নম্বর তারকা তার কেরিয়ার শেষ করলেন ৩৭৩ র্যাঙ্কিংয়ে।
নির্বাসন কাটিয়ে ফিরে এসে খুব একটা সাফল্য পাননি। সঙ্গে হাতের চোটেও ভুগতে হয়েছে গত বছরটা। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল।