| 25 এপ্রিল 2024
Categories
কবিতা

মারুফ কবিরের গুচ্ছকবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ঝরে পরা কৃষ্ণচূড়া

পরাবাস্তব আঁধারের মেটামরফোসিস প্রকাশে-
আমি খুঁজে পাই নিজেকে দালির গলিত সময়ের শেষে,
ঘাতকের অবিরত শ্যেন দৃষ্টিতে বিদ্ধ দিবসে-
সকালের কুড়িয়ে আনা বকুল শুকিয়ে সন্ধ্যায় মেশে,
এভারট মানকে্র বিপন্ন চিৎকারের চিত্রে শান্ত সময় হাসে,
ঘগের তুলিতে সুয়েরলিং স্ট্রোক মনের অলিন্দে ঝড় তোলে মগ্ন শিষে,
মদিরার মায়াবী হাত আলিঙ্গন করে প্রেয়সীর দীঘল কেশে,
প্রেমিকার দুরন্ত ভালবাসা দ্রুত বেগে লুকিয়ে যায় হন্তারকের বেশে,
অচল অযুহাতে কাউকে পাওয়া যাবে না হিরন্ময়ের পাশে,
আসলে শান্তি খুঁজে পাওয়া যায় ঝরে পরা কৃষ্ণচূড়ায় অবশেষে।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

পা

অতঃপর জানা হল, ভালবাসি বেশি আমার পা’দুটোকেই দিনশেষে-
এই পা’দুটো তোমার থেকে বহু দূরে এনে দিলো অবশেষে!
তারপর পৃথিবীর পথে পথে আমাকে নিয়ে গেছে বারে বারে,
প্রশান্ত মহাসাগরের তীর হতে হিমালয়ের সুউচ্চ গহীনের ঘোরে,
পা’দুটো এখনো বিশ্বাসঘাতকতা করেনি আমার সাথে-
যখন পৃথিবী পুরোটাই ঘাতকদের দখলে গেল বলে!
পর্বতের বরফ যখন সমস্ত শরীর অসার করে ফেলে-
আমার পা দুটো বড্ড ভালবেসে আমায় নিয়ে চলে,
কালিগঙ্গার চর হতে হাডসনের তীরে, কিংবা অদ্রিয়াট্রিকের উপকূলে;
পা’দুটো আমায় নিঃসঙ্গ করে কোথাও যায়নি ভুলে,
দগদগে ক্ষত হৃদয়ে যখন, নিয়ে গেছে অলৌকিক প্রান্তরে তখন;
সংবিধিবদ্ধ জীবনের থেকে ছুটি দিয়ে মদিরার মায়াবী বনে,
অভিমানের তলায় চাপা পরার হাত থেকে বাঁচিয়ে রেখেছে-
পা’দুটোই দুঃসহ ভারগুলো অবলীলায় বহন করে;
করুণ বিরহের সাথে দূরত্ব ভুলিয়ে দিতে, বুক ভরে শ্বাস নিতে-
আময় নিয়ে যাবে সেই সবুজ গ্রামে, অবারিত ফসলের ক্ষেতে অবশেষে,
এবং আমি জানি পা’ দুটোকেই ভালবাসা সার্থক দিনশেষে।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

একা হও

তারপর একা হও-
অবশেষে বুঝে নাও,
সঙ্ঘবদ্ধ হওয়া সবার নয়!
একা হও-একা হও,
স্বাধীনতার আলো পাও-
ছুঁড়ে ফেলো একাকীত্বের ভয়,
একা হও -একা হও,
হৃদয়ের অনাবাদী জমিতে আনন্দ ফলাও;
একা হবার আগেই প্রকাশ্যে একা হও,
রাত্রি রুমালে ভরে প্রিয়ার ঘ্রাণে একা হও,
সুগন্ধ বুকের উপেক্ষিত সময়ে একা হও,
কোমল বাহুতে প্রবল প্রেমে একা হও,
দুর্নিবার হতাশার মাঝে একা হও,
দুরন্ত বিষাদের প্রণয়ে মজে যেতে একা হও,
ঠোঁটের উপর নি:সঙ্গ তিলের মতন একা হও,
নাভীমূলে অভিমানের চুম্বনে গলে একা হও,
চন্দ্রালোকে নির্ভূল আলোর সাথে একা হও,
ফুসফুস ভরে শ্বাস নিতে একা হও,
রোদ্দুর পৌষের কোলে হারিয়ে যাবার সময় একা হও,
আত্নহত্যার অধিকার পেতে একা হও,
পরাধীনতার স্মারক হিসেবে একা হও,
নিকৃষ্ট গরদভ হবার আগেই একা হয়ে যাও;
অতপরও একা হও-
বুঝে নাও যদ্যাপি তুমি একা নও!
সঙ্ঘবদ্ধ হয়ে কেন কর জীবনের ক্ষয়?

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত