| 28 মার্চ 2024
Categories
অন্য দেয়াল

নির্ঝঞ্ঝাট ভালোবাসা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

-জানেন? আমি তাকে খুব ভালোবাসি।
-আর সে আপনাকে ভালোবাসে না?
-হ্যাঁ। ভালোবাসে।
-তো, সমস্যা কোথায়?
-তাকে অন্য কেউ ভালোবাসে।
-সে তো আপনাকে ভালোবাসে। নাকি সেও অন্য কাউকে ভালোবাসে?
-হুম। তার ছোটবেলার বন্ধু তাকে ভালোবাসে। সেও বন্ধুকে ভালোবাসে।
-সমস্যা জটিল। তবুও আপনি তাকে ভালোবাসেন? কেন?
-সে যে আমায় ভালোবাসে।
-আপনি না বললেন- সে অন্য কাউকে ভালোবাসে। আবার আপনাকেও ভালোবাসে, এটা কিভাবে সম্ভব?
-তাকে শুধু ছোটবেলার বন্ধু ভালোবাসে তা নয়, কলিগ আর বসও ভালোবাসে।
-এ তো দেখছি ভালোবাসার ছড়াছড়ি। সে তো আর কলিগ ও বসকে ভালোবাসে না, তাই না?
-সে কলিগ কে খুব মিস করে, বসের সঙ্গ উপভোগ করে৷
-ওকে ছেড়ে চলে আসুন। ভুলে যান।
-সম্ভব না।
-কেন সম্ভব না?
-কেননা, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি।
-তাহলে সমস্যা কোথায়?
-সমস্যা হলো- তাকে অন্য অনেকেই ভালোবাসে।
-ভালোবাসতেই পারে। আপনিও তো তাকে বাসেন।
-সেও তো আমাকে ভালোবাসে। অন্য অনেককেই ভালোবাসে।
-এই ভালোবাসায় ঝামেলা আছে। আপনি ফিরে আসুন৷
-ফিরে আসা ছাড়া আর কোন সমাধান নাই?
-আছে। আপনিও অন্য কাউকে মনপ্রাণ দিয়ে ভালোবাসুন।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত