প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সন্ধেয় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ দিন রাত সাড়ে আটটার পরে তাঁকে এমসে ভর্তি করা হয়। তাঁকে ওই হাসপাতালের কার্ডিও থোরাসিক ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।