| 28 নভেম্বর 2024
Categories
চাকরি লেখাপড়া

রবীন্দ্রনাথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

আনুমানিক পঠনকাল: 6 মিনিট
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৬১ সালের ৭ মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, কলকাতার জোড়াসাঁকো নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে।
প্রশ্নঃ তিনি মূলত কি হিসেবে পরিচিত ছিলেন?
উত্তরঃ বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা; সব্যসাচী লেখক, কবি,নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ।
প্রশ্নঃ তাঁর পিতামহ, পিতামহী এবং পিতা ও মাতার নাম কী?
উত্তরঃ পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতামহী দিগম্বরীদেবী এবং পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ মাতা-পিতার কততম সন্তন?
উত্তরঃ তিনি মা-বার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। রবীন্দ্রনাথেরা পনের ভাইবোন ছিলেন।
প্রশ্নঃ তিনি কত বছর বয়সে কবিতা রচনা করতে আরম্ভ করেন?
উত্তরঃ আট বছর।
প্রশ্নঃ কত বছর বয়সে তাঁর প্রথম নিঃস্বাক্ষরযুক্ত কবিতা প্রকাশিত হয় এবং তা কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭৪ সালে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায়। তখন তাঁর বয়স ছিল মাত্র তেরো বৎসর।
প্রশ্নঃ কবিতাটির নাম কী ছিল?
উত্তরঃ ‘অভিলাষ’।
প্রশ্নঃ কত বছর বয়সে তাঁর প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা প্রকাশিত হয় এবং তা কোন্ পত্রিকায়?
উত্তরঃ ২৫•০২•১৮৭৫ সালে ‘অমৃতবাজার’ পত্রিকায়। তখন তাঁর বয়স ছিল মাত্র চোদ্দ বৎসর।
প্রশ্নঃ কবিতাটির নাম কী ছিল?
উত্তরঃ ‘হিন্দুমেলার উপহার’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কত সালে ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান?
উত্তরঃ ১৮৭৮ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ ‘কবিকাহিনী’ (প্রকাশকাল ১৮৭৮)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ ‘বনফুল’ (প্রকাশকাল : ১৮৮০)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি?
উত্তরঃ ‘রুদ্রচণ্ড’ (প্রকাশকাল : ১৮৮১)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তরঃ ‘বাল্মীকি প্রতিভা’ (প্রকাশকাল: ১৮৮১)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?
উত্তরঃ ‘বৌ ঠাকুরাণীর হাট’ (প্রকাশকাল: ১৮৮৩)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম কী? সেটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘ভিখারিণী’ (আশ্বিন-ভাদ্র ১২৮৪/১৮৭৭)। ‘ভারতী’ পত্রিকায়।
প্রশ্নঃ তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত ছিল?
উত্তরঃ মাত্র ষোলো বছর।
প্রশ্নঃ বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ ‘বিবিধপ্রসঙ্গ’ (১৮৮৩)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? সেটি কত সালে কোন্ কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘ভুবনমোহিনী প্রতিভা’। সেটি ‘জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকার কাৰ্তিক ১২৮৩ সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রকাশিত প্রবন্ধ কোনটি?
উত্তরঃ ‘সভ্যতার সংকট’ (১৯৪১)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ তাঁর নিজের লেখা কয়টি নাটকে অভিনয় করেন?
উত্তরঃ ১৩টি।
প্রশ্নঃ আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন?
উত্তরঃ ভিক্টোরিয়া ওকাম্পো।
প্রশ্নঃ তাঁকে রবীন্দ্রনাথ কি উৎসর্গ করেন?
উত্তরঃ পূরবী (১৯২৫) কাব্য।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশযাত্রা কোন দেশে, কবে?
উত্তরঃ সিংহল, ১৯৩৪ সালে।
প্রশ্নঃ প্রথমজীবনে রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা কোনটি?
উত্তরঃ ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ (‘আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের পর’)।
প্রশ্নঃ হিন্দু-মুসলিম মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন?
উত্তরঃ ‘রাখিবন্ধন’।
প্রশ্নঃ ভবতারিণী দেবীর সঙ্গে কত সালে তাঁর বিয়ে হয়?
উত্তরঃ ১৮৮৩ সালে ৯ ডিসেম্বর।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
উত্তরঃ বাংলাদেশের খুলনায়।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ভবতারিণী দেবীর নাম পাল্টে কি রাখেন?
উত্তরঃ মৃণালিনী দেবী।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ-মৃণালিনীর কয় সন্তান ছিল?
উত্তরঃ ৫ জন। দুই পুত্র, তিন কন্যা।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের বৌঠান জ্যোতিন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবী কত সালে আত্মহত্যা করেন?
উত্তরঃ ১৯.০৪.১৮৮৪ সালে।
প্রশ্নঃ কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হয় কত সালে?
উত্তরঃ ১৯০২ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কত সালে ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন?
উত্তরঃ ১৮৮৪ সালে।
প্রশ্নঃ তাঁর ‘রাজর্ষি’ উপন্যাস কোন পত্রিকায় বের হয়?
উত্তরঃ ‘বালক’ পত্রিকায়।
প্রশ্নঃ কবি কত সাল ‘শান্তিনিকেতন’-এ পাকাপাকিভাবে বসবাস শুরু করেন?
উত্তরঃ ১৯০১ সালে।
প্রশ্নঃ কত সালে কবি শান্তিনিকেতনে ‘ব্রহ্মচর্যাশ্রম’ নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন?
উত্তরঃ ১৯০১ সালে।
প্রশ্নঃ কত সালে ‘ব্রহ্মচর্যাশ্রম’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
উত্তরঃ ১৯২১ সালে।
প্রশ্নঃ ‘গীতাঞ্জলি’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯১০ সালে।
প্রশ্নঃ গীতাঞ্জলির অনুবাদ ‘Song offerings’ নামে কত সালে প্রকাশিতহয়।
উত্তরঃ ১৯১২ সালের নভেম্বরে, ইংল্যান্ডে।
প্রশ্নঃ ‘Song offerings’-এর ভূমিকা লেখেন কে?
উত্তরঃ ইংরেজ কবি W.B. Yeats.
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবল পুরস্কার দেওয়া হয় না। রবীন্দ্রনাথ এই পুরস্কার অর্জন করেন ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘Song offerings’ গ্রন্থের জন্য।
প্রশ্নঃ কবি কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ ১৯১৩ সালের নভেম্বর মাসে।
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তাঁকে ডি.লিট উপাধি প্রদান করেন?
উত্তরঃ ১৯১৩ সালের ২৬ ডিসেম্বর।
প্রশ্নঃ শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি যায় কবে?
উত্তরঃ ২৪ মার্চ, ২০০৪ দিবাগত রাতে।
প্রশ্নঃ ব্রিটিশ সরকার কত সালে তাকে নাইটহুড বা ‘স্যার’ উপাধি প্রদান করেন?
উত্তরঃ ১৯১৫, ৩ জুন।
প্রশ্নঃ তিনি কবে, কেন তা বর্জন করেন?
উত্তরঃ পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগহত্যাকান্ডের (১৩•৪•১৯১৯) প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে।
প্রশ্নঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে কত সালে ডি-লিট উপাধি প্রদান করে।
উত্তরঃ ১৯৪০ সালের ৭ আগস্ট।
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে কত সালে ডি-লিট উপাধি দেয়াহয়?
উত্তরঃ ১৯৩৬ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের সৃষ্টিভান্ডারের সংখ্যা কত?
উত্তরঃ কাব্যগ্রন্থ ৫৬টি, গীতিপুস্তক ৪টি, ছোটগল্প ১১৯টি, উপন্যাস ১২টি, ভ্রমণ কাহিনী ৯টি, নাটক ২৯টি, কাব্যনাট্য ১৯টি, চিঠিপত্রের বই১৩টি, গানের সংখ্যা ২২৩২টি এবং অঙ্কিত চিত্রাবলী প্রায় দু’হাজার।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কাব্যগ্রন্থগুলোর নাম কী কী?
উত্তরঃ’ সোনার তরী’ (১৮৯৪), ‘চিত্রা’ (১৮৯৬), ‘চৈতালী’ (১৩০৩ বঙ্গাব্দ), ‘কল্পনা’ (১৯০০), ‘ক্ষণিকা’ (১৯০০), ‘গীতাঞ্জলি’ (১৯১০), ‘বলাকা’ (১৯১৫), ‘পূরবী’ (১৯২৫), ‘পুনশ্চ’ (১৯৩২), ‘পত্রপুট’ (১৯৩৬), ‘সেঁজুতি’ (১৯৩৮)।
প্রশ্নঃ ‘উৎসর্গ’ গ্রন্থের পরিচয় দাও। উত্তরঃ ৪৬টি কবিতার সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উৎসর্গ’ (১৯১৪)।
প্রশ্নঃ তাঁর উল্লেখযোগ্য উপন্যাস কোনগুলো?
উত্তরঃ ‘চোখের বালি’ (১৯০৩), ‘গোরা’ (১৯১০), ‘চতুরঙ্গ’ (১৯১৬), ‘ঘরে-বাইরে’ (১৯১৬), ‘চার অধ্যায়’ (১৯৩৪)।
প্রশ্নঃ ‘ঘরে-বাইরে’ উপন্যাসের পরিচয় দাও।
উত্তরঃ ঘরে-বাইরে’ (১৯১৬) চলিতভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি ‘সবুজপত্রে’ প্রকাশিত হয় ১৯১৫ সালে।
প্রশ্নঃ ‘শেষের কবিতা’ গ্রন্থের পরিচয় দাও।
উত্তরঃ ‘শেষের কবিতা’ (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৮ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য নাটকের নাম লেখ।
উত্তরঃ ‘বিসর্জন’ (১৮৯১), ‘রাজা’ (১৯১০), ‘ডাকঘর’ (১৯১২), ‘অচলায়তন’ (১৯১২), ‘চিরকুমার সভা’ (১৯২৬), ‘রক্তকরবী’ (১৯২৬), ‘তাসের দেশ’ (১৯৩৩) ইত্যাদি।
প্রশ্নঃ বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন?
উত্তরঃ ১৮৯০ সালে ‘রঘুপতি’, ১৯২৩ সালে ‘জয়সিংহ’-এর ভূমিকায়।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ ‘পঞ্চভূত’ (১৮৯৭), ‘বিচিত্রপ্রবন্ধ’ (১৯০৭), ‘সাহিত্য’ (১৯০৭), ‘মানুষের ধর্ম'(১৯৩৩), ‘কালান্তর’ (১৯৩৭), ‘সভ্যতার সংকট’ (১৯৪১) ইত্যাদি।
প্রশ্নঃ ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’। — কোন্ প্রবন্ধে রবীন্দ্রনাথ এ কথা বলেছেন?
উত্তরঃ ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে।
প্রশ্নঃ ধ্বনিবিজ্ঞানের উপর লেখা রবীন্দ্রগ্রন্থের নাম কী?
উত্তরঃ ‘শব্দতত্ত্ব’ (১৯০৯)।
প্রশ্নঃ ‘ছিন্নপত্র’ কাকে লেখা চিঠির সমাহার?
উত্তরঃ ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। ছিন্নপত্র প্রকাশ: ১৯১২।
প্রশ্নঃ ইন্দিরা দেবীর সঙ্গে কার বিবাহ হয়?
উত্তরঃ প্রমথ চৌধুরীর। পরে তিনি ইন্দিরা দেবী চৌধুরাণী হন।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থগুলির নাম লেখ।
উত্তরঃ ‘জীবনস্মৃতি’ (১৯১২), ‘ছেলেবেলা’ (১৯৪০), ‘আত্মপরিচয়’ (১৯৪৩)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন্ গ্রন্থ উৎসর্গ করেন?
উত্তরঃ ‘বসন্ত’ (প্রকাশকাল : ফাগ্লুন ১৩২৯/১৯২৩) গীতিনাট্য।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন্ গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তরঃ নজরুলের কাব্যরচনার শ্রেষ্ঠ সমাহার ‘সঞ্চিতা’ (প্রকাশকাল : ১৯২৫)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ কোন্ পত্রিকা সম্পাদনা করেন?
উত্তরঃ ‘সাধনা’ (১৮৯৪), ‘ভারতী’ (১৮৯৮), ‘বঙ্গদর্শন’ (১৯০১), ‘তত্ত্ববোধিনী’ (১৯১১)।
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কী?
উত্তরঃ ‘চোখের বালি’ (১৯০৩)।
প্রশ্নঃ ‘শেষলেখা’ কী?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ (১৯৪১)।
প্রশ্নঃ ‘সঞ্চয়িতা’ কী?
উত্তরঃ ‘সঞ্চয়িতা’ (১৯৩১) রবীন্দ্রনাথকৃত নিজ কবিতার সংকলন।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের গদ্যকবিতা রচনা কোন্ গ্রন্থ দিয়ে শুরু?
উত্তরঃ ‘পুনশ্চ’ (১৯৩২)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন্ গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত?
উত্তরঃ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি-গানের প্রথম ১০ পঙক্তি।
প্রশ্নঃ এই গানটি রবীন্দ্রনাথের কোন্ গ্রন্থভুক্ত?
উত্তরঃ ‘গীতবিতান’-এর ‘স্বরবিতান’ অন্তর্ভুক্ত।
প্রশ্নঃ এই গানটি রবীন্দ্রনাথের কোন্ পর্যায়ের গান?
উত্তরঃ স্বদেশ পর্যায়ের।
প্রশ্নঃ এই গানের সুরকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ স্বয়ং। (এই গানে বাউল গগন হরকরার সুরের প্রভাবপড়েছিল।)
প্রশ্নঃ বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই সঙ্গীতের কত পঙক্তিবাদ্যযন্ত্রে বাজান হয়?
উত্তরঃ ৪ পঙক্তি।
প্রশ্নঃ এই সঙ্গীত প্রথম কোথায়, কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ১৩১২/১৯০৫ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে কে প্রথম ‘বিশ্বকবি অভিধায় অভিষিক্ত করেন?
উত্তরঃ পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
প্রশ্নঃ কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্রঋণ গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন ছদ্মনামে বেশি সাহিত্য রচনা করতেন?
উত্তরঃ ‘ভানুসিংহ ঠাকুর’।
প্রশ্নঃ : তিনি মূলত ক’টি ছদ্মনামে লেখালেখি করতেন?
উত্তরঃ নয়টি।
প্রশ্নঃ তাঁর নয়টি ছদ্মনাম কী কী?
উত্তরঃ ‘ভানুসিংহ ঠাকুর’, ‘অকপটচন্দ্র ভাস্কর’, /আন্নাকালী পাকড়াশী’, ‘দিকশূন্য ভট্টাচার্য’, ‘নবীন কিশোর শর্মণ’, ‘ষষ্ঠীচরণ দেবশর্মা’, ‘বাণীবিনোদ বিদ্যাবিনোদ’, ‘শ্রীমতী কনিষ্ঠা’, ‘শ্রীমতী মধ্যমা’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কলকাতা থেকে কত সালে কুষ্টিয়ার শিলাইদহ আসেন?
উত্তরঃ ১৮৯২ সালে।
প্রশ্নঃ এ সময় তিনি কোন্ কাব্যগ্রন্থ রচনা করেন?
উত্তরঃ ‘সোনারতরী’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কত বার ঢাকায় আসেন?
উত্তরঃ ২ বার।
প্রশ্নঃ কোন কোন সালে রবীন্দ্রনাথ ঢাকায় আসেন?
উত্তরঃ ১৮৯৮ সালে প্রথমবার, ১৯২৬ সালে দ্বিতীয়বার।
প্রশ্নঃ কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ তাঁর প্রথম বক্তৃতা দেন, কোথায়?
উত্তরঃ ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি, কার্জন হলে।
প্রশ্নঃ এই বক্তৃতার শিরোনাম কী ছিল?
উত্তরঃ ‘The Meaning of Art’.
প্রশ্নঃ কত তারিখে তিনি দ্বিতীয় বক্তৃতা দান করেন?
উত্তরঃ ১৯২৬ সালের ১৩ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের দ্বিতীয় বক্তৃতার শিরোনাম কী ছিল?
উত্তরঃ ‘The Rule of the Giant’.
প্রশ্নঃ এই বক্তৃতা কোন স্থানে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ প্রথম বক্তৃতার মত দ্বিতীয় বক্তৃতাও হয় কার্জন হলে।
প্রশ্নঃ কত তারিখে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের (বর্তমানে সলিমুল্লাহ হল) ছাত্রদের সংবর্ধনায় যোগ দেন?
উত্তরঃ ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেন?
উত্তরঃ ‘বাসন্তিকা’ নামের গীতিকবিতা।
প্রশ্নঃ গীতিকবিতাটির প্রথম পঙক্তি চারটি কী?
উত্তরঃ ‘এই কথাটি মনে রেখো/তোমাদের এই হাসি খেলায়/আমি এ গান গেয়েছিলেম/জীর্ণ পাতা ঝরার বেলায়।’
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কী ডিগ্রি প্রদান করে?
উত্তরঃ ‘ডক্টর অব লিটারেচার’ (‘ডি.লিট’)।
প্রশ্নঃ কত তারিখে কিভাবে এই ডিগ্রি প্রদান করা হয়?
উত্তরঃ ১৯৩৬ সালের ২৯ জুলাই, বিশেষ সমাবর্তনের মাধ্যমে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট অনুসারে ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ, দুপুর ১২টা ১০ মিনিটে।
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত