মাছ
মডেল হতে চাইনি
শুধু তোমার হাত ধরে
গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম।
আসলে এখন এতোগুলো সম্পর্ক যাপন
কাকে যে বেছে নেবো,
নিজেই জানি না।
মাছের বাজারে এসে
নিজেই মাছ হয়ে গেছি।
আজ ০৪ মে কবি রঙ্গীত মিত্রের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
মাছ
মডেল হতে চাইনি
শুধু তোমার হাত ধরে
গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম।
আসলে এখন এতোগুলো সম্পর্ক যাপন
কাকে যে বেছে নেবো,
নিজেই জানি না।
মাছের বাজারে এসে
নিজেই মাছ হয়ে গেছি।
ভালোবাসা
তোমার বাহারি ড্রেস
আমাকে
মেট্রোরেলের ট্যানেলে নিয়ে যায়।
কিন্তু আমি তো ঘরকুনো নই
তাই বুঝি আমার ফোন তুমি ধরো না।
ফেসবুকে
ঝুলের মতো
আমার চ্যাট।
তোমাকে দেখেছি, অন্যের বাইক চেপে
ধ্রুবতারা হয়ে যেতে।
ধ্রুবতারা দূর থেকে দেখার জিনিস বলে,
আমার আর এই ভালোবাসা চাইনা।
বন্ধু
পার্টির গ্লাসের থেকে
ছায়াদের নাচ
১২টা ৪০ বেজে গেলে
তাই বৃদ্ধ রাস্তায়
ইলেকট্রিক শক দেয়।
অথচ বয়স বাড়লেও
যেকোনো বসন্ত হার মানাও
কিন্তু আমাকে কি বন্ধুদের দলে নেবে?
জামা
সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যের অদল বদলে
আমিও ঘুঁটি হয়ে
কখনো চোরা বাজার হয়ে যাই।
তবে যৌনকর্মী, হোমোসেক্সুয়্যালদের দেখলে ভয় হয়
কারণ এখনো পর্যন্ত আমি যৌনতা করিনি।
তবে ফ্যান্ডা-মেন্ট্যালিজম, করাপসন
বুকের ব্যাচের মতো।
তাই প্লিজ আমার জামা খুলে নাও।
কাজ
ভালোর মর্যাদা দেয়না কেউ
তাই কপিপেস্ট চলে।
কিন্তু আমি এ কোন গ্রহে আছি
যেখানে বিচার নেই।
তবে কিছু দালালেরা চাবুক চালায়
সেই চাবুক আমার যৌণাঙ্গের মতো।
এইভাবে শাসন করতে করতে
এখন তোমার রিমোটে।
এইবার তুমিই বলো,
আমার কি কাজ হবে…
লেডিস হোস্টেল
সংহিতা
ধোঁয়া উঠছে । চিমনীর মতো মুখ।
তার টেরাকোটা জিন্স।
পাগোলের সাথে নাকি বন্ধুত্ব ?
তাও সে বন্ধু বলে, আমার দিকে তাকায়।
সেখানে গঙ্গার ঘাটে, বিষাদ নোঙর ফেলে
কখনো শহুরে রঙিন আবহাওয়া জানান দেয়,
নোঙরে শ্যাওলার মতো আমি লেগে আছি।
চৈতালি
ব্রাজিলের ফুটবল খেলার স্টেডিয়াম
আমেরিকার নিয়ন্ত্রণ
যদিও বিপ্লবীরা, এজেন্ট হয়ে গেছে
তবু বিভিন্ন ভাষায় কবিতা জেগে থাকে
যেরকম তুই জেগে আছিস।
তোকে স্পর্শ করলেই, আমার স্বদেশ-বিদেশ।
এর থেকে আর কি চাই বল তো?
পৌলমি
পাশের চেয়ারটা তোর ছিলো।
যদিও এখানে বাইরের
জলবায়ু নেই।
বরং অন্য এক অনিয়ম আছে,
তাও তোর বিয়েতে যাইনি আমি
আমার রাগ, পচা কমলা লেবু হয়ে
আমার স্বাদ নিয়ে গেছে।
তাই এই পাঁচ বছর বাদে
তোকে ফোনে পেয়ে
কে যেন গেয়ে উঠলো, ‘বন্ধু কি খবর…”
দীপশিখা
পোশাকে ঝরছে আধুনিকতা
তবুও দেওয়াল,অনেকটা।
আমি তাও এগিয়ে আসা রোদ
আমাকে স্পর্শ করে
একটু আলাদা হওয়া যায় না বলেই
ঘুম নেই।
সারা পৃথিবী জুড়ে, যেসব মেয়েরা আলাদা
তাদের ভাগ্যে কেন লড়াই-ই জোটে?
ছেড়ে যাওয়া বান্ধবী
আসলে কমিটমেন্ট নামক পাখিটা
কারখানায় বাসা বানিয়েছিলো।
কিন্তু সে জানতো না,
কারখানা, আয়তনে বাড়বে।
তারপর বাড়তে বাড়তে
বেলুনের মতো,ফেটে গেলো একদিন।
যদিও ইউনিয়ন নামক পোকা
তখনো আন্দোলন চালাচ্ছে।
আন্দোলনের ভিতর ছারপোকা ঢুকেছে,
সেটা না বুঝলে,
আমাকে ছেড়ে দাও।আমাদের রাস্তাটা এখানে থেকে
বেঁকে গেছে…
অন্য বান্ধবী
যৌনতা চাইনি।
শুধু আমার মতো একটা
চিন্তা
যাকে বেমানান বলে
সারাদিন মাথা পেতে নিতে হয়
অবক্ষয়।
যদিও ক্ষয় হতে হতেই, মানুষ ঘুরে দাঁড়ায়।
তাই ন্যুড সোসাইটির পাশে
হাই-রাইজ বানাতে দেবো না।
নতুন বান্ধবী
নতুন নতুন বান্ধবীদের সাথে আলাপ হয়।
অথচ তারা আর বেশি দূর এগোয় না।
আমি শুধু একা বাস-স্টপ
কিম্বা যুদ্ধের নির্জন সৈন্য।
ভিনদেশে এসে
বোকামির দেবদারু গাছ।
অথচ কত প্রতিবাদ , ভ্রমণের চশমা,
কিন্তু আমি তো , তোমাদের মতো চশমা পরিনি বলেই
গোলামি করতে শিখিনি।
শূন্য দশকের কবি তিনি। লিটল ম্যাগাজিনেই বেশি লিখেন। কৃত্তিবাস, কবিসম্মেলন, ভাষানগর, বৃষ্টিদিন, আদরের নৌকা, কৌরব, যাপনচিত্রসহ নানা লিটলম্যাগে। তাঁর প্রকাশিত বই ‘রুমালে বিয়ারের গন্ধ’ (অভিযান পাবলিসার্স)।