| 28 মার্চ 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

রঙ্গীত মিত্রের কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 4 মিনিট

আজ ০৪ মে কবি রঙ্গীত মিত্রের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

 
 
 
 
মহৎ
 
ট্রেনের হাওয়া, আঁকশির মতো টেনে নিয়ে যায়
কখনো কখনো বসার চেয়ারটাকেও দুর্বল লাগে।
বিস্ময় হারিয়ে ফেলি, বন্ধুত্বের মুখ
যেখানে বীভৎস সব ছবি
আমাকে নিয়ে রসিকতা করে।
অথচ তাদের বাড়িয়ে দেওয়া হাতে
আমার সন্তানের ছোঁয়া।
তাহলেই ভাবুন,পিতা হিসেবে আমি কতটা মহৎ !
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
ঘিলু
 
কেউ কেউ দুঃখ বিক্রি করে
অথবা নিজেকে ঢেকে দিতে চায়
অন্যকিছু দিয়ে।
কিন্তু আমার এই জলাজমি,ধানক্ষেত
কি করে আপনার হাতে দিয়ে দেবো?
এই মারণ-যজ্ঞে,
বিশ্বাসঘাতকতার ঘিলু বেড়িয়ে এসেছে।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
পুরস্কার
 
জলের পায়ের ছাপে
ব্রিজের ইতিহাস
দালালির ছাপ পড়ে যাওয়ার মতো ;
যদিও আড়ালে থেকেও, কেউ কেউ
স্বার্থপরতাকে হারাতে পারেন না বলে
মানুষ চিনতে ভুল করি।
ভুলের গায়ে সেই থেকে
আমার অভিযোগ
তাই পুরস্কার থেকে
আমার হাত পিছলে যায়।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

মাছ

মডেল হতে চাইনি
শুধু তোমার হাত ধরে
গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম।
আসলে এখন এতোগুলো সম্পর্ক যাপন
কাকে যে বেছে নেবো,
নিজেই জানি না।
মাছের বাজারে এসে
নিজেই মাছ হয়ে গেছি।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ভালোবাসা

তোমার বাহারি ড্রেস
আমাকে
মেট্রোরেলের ট্যানেলে নিয়ে যায়।
কিন্তু আমি তো ঘরকুনো নই
তাই বুঝি আমার ফোন তুমি ধরো না।
ফেসবুকে
ঝুলের মতো
আমার চ্যাট।
তোমাকে দেখেছি, অন্যের বাইক চেপে
ধ্রুবতারা হয়ে যেতে।
ধ্রুবতারা দূর থেকে দেখার জিনিস বলে,
আমার আর এই ভালোবাসা চাইনা।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বন্ধু

পার্টির গ্লাসের থেকে
ছায়াদের নাচ
১২টা ৪০ বেজে গেলে
তাই বৃদ্ধ রাস্তায়
ইলেকট্রিক শক দেয়।
অথচ বয়স বাড়লেও
যেকোনো বসন্ত হার মানাও
কিন্তু আমাকে কি বন্ধুদের দলে নেবে?

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

জামা

সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যের অদল বদলে
আমিও ঘুঁটি হয়ে
কখনো চোরা বাজার হয়ে যাই।
তবে যৌনকর্মী, হোমোসেক্সুয়্যালদের দেখলে ভয় হয়
কারণ এখনো পর্যন্ত আমি যৌনতা করিনি।
তবে ফ্যান্ডা-মেন্ট্যালিজম, করাপসন
বুকের ব্যাচের মতো।
তাই প্লিজ আমার জামা খুলে নাও।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

কাজ

ভালোর মর্যাদা দেয়না কেউ
তাই কপিপেস্ট চলে।
কিন্তু আমি এ কোন গ্রহে আছি
যেখানে বিচার নেই।
তবে কিছু দালালেরা চাবুক চালায়
সেই চাবুক আমার যৌণাঙ্গের মতো।
এইভাবে শাসন করতে করতে
এখন তোমার রিমোটে।
এইবার তুমিই বলো,
আমার কি কাজ হবে…

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

লেডিস হোস্টেল

অন্ধকারের ভিতর যেমন আলোর দানারা জেগে থাকে।
সার্টের ভিতর শরীর তেমন।
এভাবে নিজেকে আড়াল করতে
করতে যখন আমার নিজের চোখ হাঁটুতে আটকায় ;
সেই সময় আমি “লজ্জা”কে আবিষ্কার করি।
আমি আবিষ্কার করি কোনটা যৌন আর কোনটা যৌনতা
শুধু স্বাভাবিকভাবে ফ্রিডম ব্যাপারটাকে সামাজিক করে দিয়ে,
ঘামে ভিজেছে আমার জামা ;
আমি তবু দেখাটা না থামিয়ে কখনো লেডিস হোস্টেলের সিগারেটের
প্যাকেট অথবা বিয়ারের ক্যান…
যদিও আমি ট্যাবের আলোয় দেখছি…আমি দেখছি কী করে
সুন্দরীদের দিয়ে, আমার চোখভর্তি করা যায়।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

সংহিতা

ধোঁয়া উঠছে । চিমনীর মতো মুখ।
তার টেরাকোটা জিন্স।
পাগোলের  সাথে নাকি বন্ধুত্ব ?
তাও সে বন্ধু বলে, আমার দিকে তাকায়।
সেখানে গঙ্গার ঘাটে, বিষাদ নোঙর ফেলে
কখনো শহুরে রঙিন আবহাওয়া জানান দেয়,
নোঙরে শ্যাওলার মতো আমি লেগে আছি।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

চৈতালি

ব্রাজিলের ফুটবল খেলার স্টেডিয়াম
আমেরিকার নিয়ন্ত্রণ
যদিও বিপ্লবীরা, এজেন্ট হয়ে গেছে
তবু বিভিন্ন ভাষায় কবিতা জেগে থাকে
যেরকম তুই জেগে আছিস।
তোকে স্পর্শ করলেই, আমার স্বদেশ-বিদেশ।
এর থেকে আর কি চাই বল তো? 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

পৌলমি

পাশের চেয়ারটা তোর ছিলো।
যদিও এখানে বাইরের
জলবায়ু নেই।
বরং অন্য এক অনিয়ম আছে,
তাও তোর বিয়েতে যাইনি আমি
আমার রাগ, পচা কমলা লেবু হয়ে
আমার স্বাদ নিয়ে গেছে।
তাই এই পাঁচ বছর বাদে
তোকে ফোনে পেয়ে
কে যেন গেয়ে উঠলো, ‘বন্ধু কি খবর…”

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

দীপশিখা 

পোশাকে ঝরছে আধুনিকতা
তবুও দেওয়াল,অনেকটা।
আমি তাও এগিয়ে আসা রোদ
আমাকে স্পর্শ করে
একটু আলাদা হওয়া যায় না বলেই
ঘুম নেই।
সারা পৃথিবী জুড়ে, যেসব মেয়েরা আলাদা
তাদের ভাগ্যে কেন লড়াই-ই জোটে?

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
ছেড়ে যাওয়া বান্ধবী

আসলে কমিটমেন্ট নামক পাখিটা
কারখানায় বাসা বানিয়েছিলো।
কিন্তু সে জানতো না,
কারখানা, আয়তনে বাড়বে।
তারপর বাড়তে বাড়তে
বেলুনের মতো,ফেটে গেলো একদিন।
যদিও ইউনিয়ন নামক পোকা
তখনো আন্দোলন চালাচ্ছে।
আন্দোলনের ভিতর ছারপোকা ঢুকেছে,
সেটা না বুঝলে,
আমাকে ছেড়ে দাও।আমাদের রাস্তাটা এখানে থেকে
বেঁকে গেছে…

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 
অন্য বান্ধবী

যৌনতা চাইনি।
শুধু আমার মতো একটা
চিন্তা
যাকে বেমানান বলে
সারাদিন মাথা পেতে নিতে হয়
অবক্ষয়।
যদিও ক্ষয় হতে হতেই, মানুষ ঘুরে দাঁড়ায়।
তাই ন্যুড সোসাইটির পাশে
হাই-রাইজ বানাতে দেবো না।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 

নতুন বান্ধবী

নতুন নতুন বান্ধবীদের সাথে আলাপ হয়।
অথচ তারা আর বেশি দূর এগোয় না।
আমি শুধু একা বাস-স্টপ
কিম্বা যুদ্ধের নির্জন সৈন্য।
ভিনদেশে এসে
 বোকামির দেবদারু গাছ।
অথচ কত প্রতিবাদ , ভ্রমণের চশমা,
কিন্তু আমি তো , তোমাদের মতো  চশমা পরিনি বলেই
গোলামি করতে শিখিনি।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত