ঋষি কাপুর শেয়ার করলেন এই অভিনেত্রীর ছবি কিন্তু কে ইনি
বলিউড অভিনেতা ঋষি কাপুর সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে জনপ্রিয় অভিনেতার ছবি শেয়ার করলেন। সাদা-কালো এই ছবি শেয়ার করলেও সেখানে চমক বাকি রাখলেন তিনি। বললেন না শিল্পীর নাম। তবে বিষয়টিকে বেশ স্পোটিংলি নিয়েছেন নেটিজেনরাও।
ছবি শেয়ার করে ঋষি কাপুর লিখলেন, ”আমাকে কি বলে দিতে হবে এই মানুষটি কে? যদি কেউ অন্য কোনও মাধ্যম থেকে জেনেও থাকেন, দয়া করে বলবেন না। অন্যদের উত্তেজনা খারাপ করবেন না। ধন্যবাদ।”
তবে ছবিটি আর কারও নয়, জনপ্রিয় অভিনেতা প্রাণ-এর।
Need you to tell me who this person is? If someone already knows the answer through a different source, please refrain from disclosing. Let’s not spoil the suspense for others. Thank you. I give you 10/20/50 guesses. Answer coming soon!! pic.twitter.com/L1ilXZFmxc
— Rishi Kapoor (@chintskap) January 22, 2020
পরে অবশ্য নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন ঋষি কাপুর। তিনি টুইট করে লিখেছেন, ”কিংবদন্তি প্রাণ সাহাব, আপনারা অনেকেই ঠিক বলেছেন। অভিনন্দন। ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে প্রাণ আঙ্কলের কথা না বললেই নয়। তবে এটা কোনও ছবির জন্য নয়, ব্যক্তিগত ফিল্মি মজা করতেই ছবিটা দেওয়া।” ঋষি কাপুরের এই পোস্টে আনন্দিত নেটিজেনরা।
প্রসঙ্গত, ইমরান হাসমির সঙ্গে দ্য বডি-থ্রিলারে শেষ দেখা গিয়েছে ঋষি কাপুরকে।