| 25 এপ্রিল 2024
Categories
জীবন যাপন টুকিটাকি

চুটকিতে সমাধান

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক টুকটাক কাজ থাকে যা আমাদের কাছে খুবই ঝামেলাপূর্ণ মনে হয়। ঝামেলা মনে করে কাজগুলো ফেলে রাখি অথবা করতে করতে বিরক্ত হয়ে গজগজ করতে থাকি। অনেক টুকটাক জিনিস বা কাজ ফেলে রাখার ফলে  বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে যায়। অথচ একটু বুদ্ধি খাটালেই কাজগুলো জলের মত সহজ হয়ে যায়। আজ আপনাদের এমন কিছু ছোটখাটো কিন্তু ঝামেলাপূর্ণ কাজের একদম সহজ সমাধান জানাবো।


১) যাঁরা বাগান করতে ভালবাসেন তাঁদের জন্য এই টিপসটা বেশ কাজে লাগবে| গোলাপের ডাঁটি থেকে গোলাপ গাছ সহজেই বানানো যায়| এর জন্য দরকার কয়েকটা ছোট আলু আর কয়েকটা গোলাপের ডাঁটি| আলুর গায়ে ছোট গর্ত করে তাতে ডাঁটি আটকে দিন| অল্প কয়েক দিনের মধ্যেই ডাঁটিগুলো থেকে শিকড় বেরোবে| আসলে আলুতে উপস্থিত আর্দ্রতা এবং পুষ্টি দ্রুত শিকড় বেরোতে সাহায্য করে| শিকড় বেরিয়ে গেলে গোলাপ গাছ মাটিতে পুঁতে দিন|
২) ক্যানভাস জুতোকে সহজেই ওয়াটারপ্রুফ করা যায়| এর জন্য দরকার মোম আর একটা হেয়ার ড্রায়ার| জুতোর গায়ে ভাল করে মোম লাগিয়ে নিন| এর পর হেয়ার ড্রায়ার অন করে জুতোর সামনে ধরুন| আপনার ওয়াটারপ্রুফ জুতো রেডি!
৩) জামাকাপড় দ্রুত শুকোতে ভিজে জামাকাপড় একটা শুকনো তোয়ালেতে মুড়ে নিন| হাল্কা করে তোয়ালে নিংড়ে নিন| এতে জামাকাপড়ের বাড়তি জল বেরিয়ে যাবে| এর পর জামাকাপড় যেমন তারে শুকোতে দেন দিয়ে দিন|
৪) জুতোর দুর্গন্ধ দূর করতে জুতোর মধ্যে কয়েকটা শুকনো টি ব্যাগ রেখে দিন| ভিজে যাওয়া জুতো দ্রুত শুকোতে জুতোতে চাল আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে ভরে দিন|
৫) নতুন জুতো টাইট লাগছে? এটা ঠিক করতে জুতোর মধ্যে খবরের কাগজ ভিজিয়ে ভরে দিন| দেখবেন একটুও জায়গা যেন বাকি না থাকে| খবরের কাগজ শুকিয়ে গেলে সেগুলো জুতো থেকে বের করে দিন| দেখবেন জুতো আর টাইট লাগছে না|
৬) ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে হারিয়ে যাওয়া কানের দুল বা ছোট জিনিস সহজেই খুঁজে পেতে পারেন| শুধু ভ্যাকুয়াম ক্লিনারের মুখে মোজা বা পাতলা কোনও কাপড় আটকে নিন|
৭) দ্রুত কমোড পরিষ্কার করতে তাতে ছোট এক বোতোল কোকা কোলা ঢেলে দিন| খানিক্ষণ রেখে সাবান জল দিয়ে ফ্ল্যাশ করে নিন| কমোড ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে|
৮) ড্রেন পরিষ্কার করতে এক কাপ বেকিং সোডা ড্রেনের মুখে ঢেলে দিন| ২ মিনিট পরে এক কাপ সাদা ভিনিগার ঢেলে দিন| সব শেষে খানিকটা ফুটন্ত গরম জল ঢেলে দিন|
৯) শাওয়ারের মুখ পরিষ্কার করতে একটা প্ল্যাস্টিক ব্যাগে সাদা ভিনিগার ভরে তা শাওয়ারের মুখে আটকে দিন| দেখবেন শাওয়ারের মুখটা যেন ভিনিগারে চোবানো থাকে| সারা রাত এই ভাবে রেখে দিন| সকালে প্ল্যাস্টিক ব্যাগ খুলে নিন| শাওয়ার একেবারের নতুনের মত পরিষ্কার হয়ে যাবে|
১০) জামার বোতম বারবার ছিঁড়ে যায়? এটা বন্ধ করতে জামা কেনার পর বোতামের গায়ে সুতোয় ক্লিয়ার নেল পলিস লাগিয়ে নিন|
১১) ডিওডরেন্ট শেষ হয়ে গেছে? কোনও চিন্তা নেই ঘামের গন্ধ দূর করতে বাহুমূলে পাতি লেবু বা কমলা লেবু বা মুসাম্বি লেবুর খোসা ঘষে নিন, দেখবেন গন্ধ হবে না|
১২) আইস বক্স-এ বরফের গায়ে নুন ছিটিয়ে দিন| এতে বরফ খুব আস্তে আস্তে গলবে|
১৩) সকালে দাঁত মাজতে ভুলে গেছেন বা পেস্ট শেষ হয়ে গেছে? মুখের দুর্গন্ধ দূর করতে একটা আপেল চিবিয়ে খেতে হবে|
১৪) দুধ গরম করার সময় পাত্রের ওপর আড়াআড়ি একটা কাঠের চামচ বা খুন্তি রেখে দিন| এতে দুধ উথলে যাবে না|
১৫) মোবাইল ফোনের সিম কার্ড ট্রে খুলতে হাতের কাছে পিন না থাকলে পেপারক্লিপের সাহায্যে তা খুলতে পারেন|

১৬) মোমবাতি সহজেই পুড়ে শেষ হয়ে যায়। একটা মোম যাতে অনেক্ষণ জ্বলে সেজন্য মোমবাতিটাকে ফ্রিজ এ সারাদিন রেখে দিন। এরপর ব্যবহার করুন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় ধরে জ্বলবে।

১৭) অনেক সময় চিকন বোতলগুলো  ঠিকভাবে পরিষ্কার করা যায় না সঠিক ব্রাশের অভাবে। এরপর থেকে বোতল পরিষ্কার করুন ডিমের খোসার গুঁড়ো  দিয়ে। খানিকটা ডিমের খোসার গুঁড়ো  নিয়ে বোতলে ভরে মুখ আটকে ভালো  করে ঝাঁকিয়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। একবারে ঝকঝকে লাগবে।

১৮) লেবুর রস বের করতে হবে কিন্তু রস বের করার জুস সিকুইজার নেই! লেবু নিয়ে প্রথমে মাইক্রোওয়েভ ওভেন একটু গরম করে নিন তারপর চেপে রস বের করে ফেলুন। খুব সহজে সবটুকু রস বের হয়ে আসবে।

১৯) রান্নার পর বেচে যাওয়া হার্বস সংরক্ষণের জন্য এগুলো মাইক্রোওয়েভ এ এক মিনিট রেখে ড্রাই করে ফেলুন। এবার মুখ আটকানো জার এ রেখে ব্যবহার করুন। অনেকদিন যাবে।

২০) কাঁচের কিছু ভেঙে গেলে এর ছোটছোট টুকরা পরিষ্কার করুন পাউরুটি দিয়ে। পাউরুটির ঘন ও রাবারি সফট টেক্সচার এর কারণে গুড়িগুড়ি টুকরা ও পরিষ্কার হবে সহজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত