জীবনের কোলাজ

আধখানা তোর ও আমার!

ঘরে ও শরণার্থী শিবিরে
জন্মদাগে বারংবার
জাদু ও বাস্তবতা!

আড়ালকে উড়ালের সাথে
নিয়ে যায় আকাশ-ভ্রমণে
অফুরন্ত তোমার স্থাপত্য

পাখি নগ্ন হতে হতে
খুলে ফেলে আকাশ
বণিকের নির্জনতা যেভাবে ছড়িয়ে পড়ে
সওদায়—

অলৌকিক মাস্তুলে যার
মায়া পরবাস….



তোকে টুকে রাখা হয় না আমি ভুলে বসে আছি।

আলোকচিত্র শিল্পী