| 25 এপ্রিল 2024
Categories
খবরিয়া

ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা ফের হতে পারে সুনামি

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

করোনা আতঙ্কের মধ্যেই নতুন করে আরও এক বিপর্যয়ের বাণী শোনা গেল। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই জাপানে একদল বিজ্ঞানী জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্প হতে পারে জাপানে। এর ফলে ফের সুনামি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাপানের কোন কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে তারও একটি আভাস দিয়েছেন বিজ্ঞানীরা।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৯ এর কাছাকাছি। নতুন বিপদের কথা প্রকাশ পাওয়ার পর থেকে জাপানের মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এবারও সমুদ্রে ৩০ ফুটের বেশি উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে।

সপ্তদশ শতকে জাপানের এই অঞ্চলে ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এবারও সেরকমই মহাবিপদের গন্ধ পেয়েছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরাও জানিয়েছেন যে, সানরিকু ও হিডাকা অঞ্চলকে ঘিরে থাকা জলভাগ এবং তোকাচি এবং নোমুরো সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প হতে পারে।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত