| 19 এপ্রিল 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

চন্দ্র তাপসের কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

আজ ২৯ এপ্রিল কবি, আবৃত্তিশিল্পী ও সম্পাদক চন্দ্র তাপসের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

গ্রাম
 
আহ্! কতদিন দেখি না এমন সবুজ
চোখ তো ঝলসে গেছে
লাল নীল দীপাবলিতে।
ইস্পাতের শহরে থেকে থেকে
ভুলে গিয়েছিলাম
ধনিয়ার ঘ্রাণ
কালো জিরার সুবাস
নরম বাতাসে দোল খাওয়া
সবুজ ধানের শীষ
কৃষাণী মেয়ের টুকরো হাসি
টিনের চালে বৃষ্টির
অবিরাম টুপটাপ ধ্বনি
তপ্ত মাটির বুক চিরে উঠা ভাপ
নগ্ন ঢেউয়ে ধেয়ে আসা
ছলাৎ ছলাৎ শব্দে মুখর বাতাস;
বহুপথ ঘুরে এমনই সে একদিন
কালী পদ্মা যমুনার তীরে
মণি মানিকহীন জ্বলজ্বলে এক গ্রাম।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
বোধিস্বত্ব-চার
 
শিতোশান্ত আত্মা আমার
উষ্ণতার দিকে ছুটে যায়
খড়কুঁটো কুড়িয়ে আগুন জ্বেলে
উত্তাপ না,
ধোঁয়ায় আকাশ ভাসিয়ে দেয়।
 
ফুলের ঘ্রাণ যেন কর্পূর
একনিমিষে কোথায় মিলায়
খুঁজে না পাওয়া যায় আর!
ক্ষোভের অনল দ্রুতই জ্বলে
বাষ্প বেরোয় রোমকূপে
অস্থি মজ্জায় খেলে যায় হাওয়া
ঠিক তখনই, যতটা ছিলো চাওয়া!
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
উচ্চাশার চাদোর
উচ্চাশার চাদোরে ঢাকা তোমার হৃদয়
কখনো আলোহীন খাঁচা ভালোবাসনি
জ্বলজ প্রদীপে রাখোনি উসকে দেয়ার হাত
বাড়াওনি পা যেখানে পাহাড়সম বন্ধুর বাঁক।
এমনি হৃদয় তোমার চাদোর ঢাকা উচ্চাশার।
 
মোমের আলোয় চাঁদের বৃষ্টি দ্যাখোনি কখোনো
সূর্যতাপে কখোন জ্বলে গ্যাছে স্বপ্নবাগান কেইবা-
জানে। কোন এক মেঘ মুক্তদিনে হেমোন্তের পথে
যাওনি হেঁটে বহুদূর। সারোথি নদীর পাড়ে পায়ের-
পাতা ভিজিয়ে দাঁড়াওনি জলে।
এমনি উচ্চাশা হৃদয়ে তোমার।
 
মেঘের দল বাজি রেখে আসবে বলেও যাওনি পথে
বসন্ত বাতাস নিসঙ্গ পাখির মতো ডেকে গ্যালো-
কুহুকের ডাক, নিঃশব্দে দাঁড়িয়ে ছিলে বাড়াওনি হাত।
এমন সব স্বপ্ন-সাথি নিশ্চুপ বুনে গ্যালে
তোমার উচ্চাশার জাল, বিছিয়ে দিলে স্বপ্নমাখা চাদোর
দাওনি শুধু হৃদয় কোণে উষ্ণ ঢাকা এতোটুকু আদোর।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

দেবী

আত্মীয় বন্ধু শুভাকাঙ্খী অগণিত!
প্রত্যহ কেউ না কেউ আমার নামে
রাম নাম জপে! মনে মনে বলে
পাগলটার ভালো হোক সুমতি হোক,
সরস্বতীর কৃপা হোক!
তারা হয়তো অনেকেই জানে না
জ্ঞানের দেবী মানের দেবী
মতির দেবী জ্যোতির দেবী,
দেবী সরস্বতী শিশুকালেই ক্ষেপে
মুখ ঘুরিয়ে বসে আছে!

ফেরানোর চেষ্টা করেছিলাম-
বটে, কাজের নামে টিনটিয়া!
তাই বলছি আর কি, লাভ নেই
ও বাড়া সোনার দাম!
এসবে কিছু হবে না। দেবী বলে কথা,
তা না হলে যে দেবীত্ব টেকানো দায়!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বিমূর্ত ছবি

বিমূর্ত এক সন্ধ্যার পাড়ে দাঁড়িয়ে
দু’হাত বাড়িয়ে,
শুধু তোমারই প্রতীক্ষায়
আজো আমি একাকী
হাতড়ে বেড়াই গতকালের
তিষাশ মেটানো সেই দিন
নানা রঙের ছাপে,
তেলরঙে আঁকা এক বিমূর্ত ছবি!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

2 thoughts on “চন্দ্র তাপসের কবিতাগুচ্ছ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত