| 25 এপ্রিল 2024
Categories
খবরিয়া

বিশাখাপত্তনমে গ্যাস লিক করে মৃত ৬

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

অন্ধ্রপ্রদেশের ভোপাল গ্যাস লিক কান্ডের ছায়া। বিশাখাপত্তনমের এলজি পলিমার প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক করে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের, গুরুতর অসুস্থ শতাধিক।

লকডাউনে ছাড়ের পর বৃহস্পতিবার সকালে প্ল্যান্ট খোলার পরপরই আচমকাই গ্যাস বেরতে থাকে। প্রায় কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যান কয়েকশো মানুষ, প্রবল শ্বাসকষ্টও শুরু হয় অনেকের। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু এবং বৃদ্ধরা। ইতিমধ্যে অনেককেই কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি গ্যাস লিকের ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে জেলা আধিকেরিকদের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যা পদক্ষেপ নেওয়া সম্ভব সেগুলিকেও কার্যকর করার আদেশ দিয়েছেন অন্ধ্রপ্রধান।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল। কারখানাটির প্রায় ৫ কিলোমিটারের বাইরে সকলকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ভাইজাগের কালেক্টর ভি বিনয় চাঁদ বলেন, “এনডিআরএফ এবং এসডিআরএফ আধিকারিকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সবরকম চেষ্টা চালাচ্ছেন।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত