| 20 এপ্রিল 2024
Categories
খবরিয়া দেশ রাজনীতি

টাইমস নাউয়ের সমীক্ষায় এগিয়ে কে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

লোকসভা নির্বাচনের আগেই খুশির খবর বিজেপির জন্য। টাইমস নাউয়ের সমীক্ষা রিপোর্ট দিল ফের মোদী ঝড়ের ইঙ্গিত। তাদের সমীক্ষা অনুযায়ী ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি তথা এনডিএ জোট। এবার এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ আবারও ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবে বলে স্পষ্ট ইঙ্গিত জনমত সমীক্ষায়।

তিনটি রাজ্যের ক্ষমতা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল রাহুলের কংগ্রেস। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জিতেছিল রাহুলের দল। লোকসভায় কিন্তু তিন রাজ্যেই থাকছে বিজেপির দখলে। আর মোদী রাজ্য গুজরাটের দখল থাকছে বিজেপির হাতেই। তেমনই যোগী রাজ্যে বুয়া-ভাতিজার জোটকে উড়িয়ে ৪০টিরও বেশি আসন ধরে রাখতে সক্ষম হচ্ছে বিজেপি। ফলে ক্ষমতা থাকছে মোদী-শাহের গ্রিপেই।

টাইমস নাউয়ের জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, ৫৪৩টির মধ্যে এনডিএ পাচ্ছে ২৮৩ আসন। ইউপিএ থেমে যাচ্ছে ১৩৫-এ আর অন্যান্যরা থেমে যাচ্ছে ১২৫-এ। ফলে দেশের ক্ষমতা হস্তান্তরের সমস্ত সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়েছে এই সমীক্ষা। গতবার বিজেপি একা যে আসন পেয়েছিল, এবার বিজেপি জোট সম্মিলিত হয়ে সেই আসন পাচ্ছে। এই যা তফাৎ শুধু।

সূত্রঃ ওয়ান ইন্ডিয়া

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত