ইন্দোনেশিয়ায় ভূমিকম্প সুনামির সতর্কতা জারি

Reading Time: < 1 minute

 

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে।

শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পূর্ব উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে এবং দুর্যোগকবলিত পালু দ্বীপের এক অংশে।

এই পালু শহরেই গত বছর ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ৪ হাজার ৩শ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।

এনডিটিভি জানায়, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা মোরোওয়ালি জেলায় সুনামির সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের ফলে বাসিন্দারা আতঙ্কে ছোটছুটি করতে থাকে। তারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে দেশটিতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, দুর্বল কাঠামোর কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

সূত্রঃ এনডিটিভি

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>