| 29 মার্চ 2024
Categories
দেহ স্বাস্থ্য

দাঁতের মাড়ির প্রদাহ ও ফুলে যাওয়ায় করণীয়

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
একটা সুন্দর হাসির মূলমন্ত্র হলো সুস্বাস্থ্য আর এই সুস্বাস্থ্য নির্ভর করে আপনি কতটা সুস্থ্য তার উপর।বলা হয়ে থাকে আমাদের মুখগহ্বর হলো একটা দর্পন, যেখানে সারা শরীরের সমস্ত কিছু ফুটে ওঠে।
আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, দাঁতের মাড়ির প্রদাহ ও ফুলে যাওয়ায় করণীয়।
কোনো ইনফেকশন জনিত কারনে দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়িতে ব্যাথা বা জ্বালা পোড়া অনুভব হওয়াকে  আমরা মাড়ির প্রদাহ বলে থাকি।
সাধারনত এটা বিভিন্ন ধরনের পেয়ে থাকি।যেমন:
১) প্র্যাগনেন্সিতে হতে পারে।
২) বয়োসন্ধিকালীন  সময়ে হতে পারে।
৩) রজঃচক্রের সময়ে হতে পারে।
৪) হরমোনাল কারনে হতে পারে।
৫) ব্যাক্টেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে।
৬) ডায়াবেটিস আছে এমন রোগীদের হতে পারে।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
সাধারনত কেন এমন হয়?
১) যারা ভাল ভাবে দাঁত ব্রাশ করে না,বা দাঁতের যত্ন নেই না।
২) যারা খাবার খাওয়ার পর মুখ ভালো ভাবে পরিষ্কার করে না
৩) যাদের দাঁতের পাথর বেশি।
৪) যাদের মুখে দুর্গন্ধ বেশি।
৫) যারা দাঁত ব্রাশের পদ্ধতি ভাল ভাবে অবগত নয়।
৬) যাদের বারবার ইনফেকশন হওয়া সত্ত্বেও। চিকিৎসা না নেওয়া।
৭) কিছু ওষুধ সেবনের কারনেও হতে পারে।
৮) ভিটামিন সি ঘাটতি জনিত কারনে হতে পারে।
৯) যারা গর্ভনিরোধক বড়ি সেবন করেন। তাদের হতে পারে।
কিভাবে বুঝবেন আপনি এই সমস্যাই ভুগছেন?
১) আপনার মাড়ি ফুলে যেতে পারে।
২) আপনার মাড়ি থেকে বা আপনার মুখের। ভেতর থেকে দুর্গন্ধ বের হবে।
৩) আপনি মাড়িতে ব্যাথা অনুভব করবেন।
৪) মাড়ি থেকে রক্ত বের হতে পারে।
৫) অনেক সময় মাড়ি লম্বা বা আয়তনে বেড়ে যেতে পারে।
৬) মাড়ি লাল হয়ে যাবে।
৭) মাড়ি থেকে পুঁজও বের হতে পারে।
তাহলে  আপনার করণীয় কি?
১) প্রতিদিন ২ বেলা দাঁত ব্রাশ করতে হবে সঠিক পদ্ধতি অবলম্বন করে।
২) মাউথ ওয়াশ বা কুসুম গরম পানিতে লবন। দিয়ে কুলি করতে হবে।
৩) একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে স্ক্যালিং ও পলিশিং করাতে হবে।
৪) ভিটামিন সি যুক্ত খাবার বার বার খেতে হবে।
৫) আপনার দাঁতের অন্য কোনো সমস্যা থাকলে সেটার চিকিৎসা নিতে হবে।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
যদি এই সমস্যার চিকিৎসা না নিন তাহলে কি কি হতে পারে?
১) আপনার এই সমস্যা আরো গভীর হতে পারে।
২) আপনার দাঁত নড়ে গিয়ে পড়ে যেতে পারে।
৩) আপনার এই সমস্যা আপনার দাঁতের। অন্যান্য স্ট্রাইকারস নষ্ট করে দিতে পারে।
৪) আপনার মাড়ির সার্জারী করতে হতে পারে।
মনে রাখবেন কোনো সমস্যাতেই ভয়ের কিছু নেই। সমস্যা থাকলে তার সমাধানও থাকে, তাই দেরী না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মুখের ও দাঁতের যত্ন নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত