ছড়া: অন্যরকম বৈশাখ । অজিতা মিত্র
নতুন বছর নতুন কিছু নয়,
ঘড়ির কাঁটায় সেই পুরাতন গতি,
সূর্য ওঠে অন্য দিনের মতোই,
দেয় ছড়িয়ে শ্বাশ্বত লাল জ্যোতি!
তবুও প্রাণে নতুন স্বপ্ন জাগে,
একটি বছর পেছন ফেলে আসি;
শুভেচ্ছা আর প্রীতির বার্তা পেয়ে
বিষাদ ভুলে আনন্দে আজ ভাসি।
কিন্তু এ নয় তেমন মধুর সময়,
আজকে সবাই ঘরের ভেতর থাকি;
বন্ধ থাকুক লোকসমাগম এবার,
প্রার্থনাতে স্রষ্টাকে আজ ডাকি!
বটতলাতে না-ই বা বসুক মেলা,
পাড়ায় পাড়ায় অনুষ্ঠানও নেই;
দূরে থেকেও থাকব কাছাকাছি,
বৈশাখী সুর অন্তরে বাজবেই।
দূর হবে ঠিক ঘাতক মহামারি,
সবাই মিলে গাইব সুখের গীতি,
আসবে কাছে বন্ধু স্বজন জানি,
আসবে ফিরে মহামিলন তিথি।
