Categories
বাংলা ছড়া: নববর্ষে বাংলা আমার । অনিরুদ্ধ বাচ্চু
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আগুনঝরা চৈত্র দিনের
তপ্ত দুপুর দুপুর শেষে।
বোশেখ আসে স্নিগ্ধ আলোয়
রঙিন পরিবেশে।
হালখাতাতে সিঁদুর ফোটা
পূর্ণ ঘটে জল।
আমের শাখে দুলছে মুকুল
ক’দিন পরেই ফল।
নদীর বাঁকে গ্রামীণ মেলা
বইছে লোকের ঢল।
বাবার কাঁধে অবুঝ শিশু
চোখ করে ছলছল।
কিনবে সে আজ আলতা চুড়ি
কিনবে ভেটের খৈ।
ঐ দেখা যায় গোয়াল দাদুর
গামছা বাঁধা দৈ।
নাগরদোলা, রঙিন বেলুন
সুর তোলা সব বাঁশি।
বর্ষ শুরুর মিলন মেলায়
সবার মুখে হাসি।
বাঁধ ভাঙ্গা এ হাসির জোয়ার
নদীর স্রোতের মত।
বছর থেকে বছর ধরে
বইছে অবিরত।
চলতি স্রোতের এমন ধারার
উল্টো পথের পথিক।
বাংলা আমার,বোশেখ আমার
আমার পথই ঠিক।
হাজার বছর লালন করা
আমার ইতিহাস।
বোশেখ নিয়ে কেন এমন
নিঠুর পরিহাস?
আবহমান কালের স্রোতে
বোশেখ ফিরে আসে।
সবুজ শ্যামল বাংলা আমার
আশার ভেলায় ভাসে।।