কবিতা: প্রতি বৈশাখে । রেজাউদ্দিন স্টালিন
হালখাতা ভিজে সাদা হয়ে গেছে কান্না,
অক্ষরগুলো দেনা পাওনার পান্না।
প্রতি বৈশাখে জীবিকার সংঘর্ষ,
ম্লান করে দেয় নির্মল নববর্ষ।
তবু বুকে হেঁটে এতোদূর এই বাঙলা,
বিদ্যুৎ দিয়ে সাজিয়েছে ঘর জানলা।

কবি
যশোরের নলভাঙ্গা গ্রামে ১৯৬২ সালে ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতার নাম শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কবিতায় শৈশবে হাতে খড়ি। প্রথম কবিতা শপথ। ছাপা হয় শতদল পত্রিকায় ১৯৭০ সালে। কাব্যগন্থের সংখ্যা ৩০। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি, আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থ ১টি রবীন্দ্রনাথ আরোগ্য। ছড়া গ্রন্থ হাঁটতে থাকো। উপন্যাস সম্পর্কেরা ভাঙ্গে। একক সিডি আবার একদিন বৃষ্টি হবে– আবৃত্তি প্রদীপ ঘোষ। ইংরেজিতে অনুদিত গ্রন্থ- সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন অনুবাদক জাকারিয়া সিরাজী। রেজাউদ্দিন স্টালিন মূল্যায়ণ সংখ্যা গদ্য সম্পাদক প্রত্যয় জসীম, দিগন্ত বলয় পশ্চিমবঙ্গ সম্পাদক বরুণ দাস, আদীম সম্পাদক জাকি সুমন। রেজাউদ্দিন স্টালিনের কবিতা অনুদিত হয়েছে ইংরেজী, হিন্দী, উর্দূ, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায়। আশির দশকের কবি হিসেবে তিনি অগ্রগণ্য বিবেচিত।