নববর্ষের শুভেচ্ছা জানাতে ‘উইশ ফর ইউ’ খুললেই বিপদ
‘আই অ্যাম সেন্ড ইউ এ সারপ্রাইজ মেসেজ’- এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত ম্যালিশাস শুভেচ্ছা বার্তা। ৩০ ডিসেম্বর সোমবার বিষয়টি সম্পর্কে সতর্কবার্তা জানিয়েছে ফিলিপিন্সের এক সাইবার নিরাপত্তা সংস্থা।
ম্যালিশাস ওই শুভেচ্ছা বার্তাটি খুললেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত একটি ওয়েবসাইটে। এরপর কৌশলে তাদের তথ্য চাওয়া হচ্ছে। এই তথ্য নিয়ে ভুক্তভোগী ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা অন্যান্যদেরকেও একই ধরনের ম্যালিশাস মেসেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি ফিলিপিন্স কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম।
ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়া বার্তাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।
সাইবার সিকিউরিটি ফিলিপিন্স-কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বেশ কয়েকটি ম্যালিশাস ওয়েবসাইটের নাম দিয়ে সতর্কবার্তা জানিয়েছে। ওই সাইটগুলোর মধ্যে রয়েছে-
- উইশ-ইউ ডটকো
- উইশফরইউ ডটকো
- মাই-মেসেজ ডটকো
- লুক-মি ডটকো
- সারপ্রাইজফরইউ ডটমি
- হুকজিস্ট ডটকম
- সি-ম্যাজিক ডটকো
- মেরা-স্টাইল ডটকম
- হোয়াটসঅ্যাপ-স্টাইল ডটকো
- সি-ম্যাজিক ডটকো
- মাই-লাভ ডটকো
যারা এরই মধ্যে ভুলবশত ওই ম্যালিশাস শুভেচ্ছা বার্তা খুলে ফেলেছেন, তাদেরকে দ্রুত ব্যাংক ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন, অ্যান্টি-ম্যালওয়্যার আপডেট, ব্রাউজার রিসেট ও ডিভাইস স্ক্যান করার পরামর্শ দিয়েছে ‘সাইবার সিকিউরিটি ফিলিপিন্স-কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম’।