| 20 এপ্রিল 2024
Categories
এই দিনে গল্প সাহিত্য

নেই মানুষের উৎসভূমি

আনুমানিক পঠনকাল: 5 মিনিট

আজ ০৬ নভেম্বর অধ্যাপক,সম্পাদক ও কথাসাহিত্যিক ইশরাত তানিয়ার জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


মহানগরের সরাইখানার সামনে দাঁড়িয়ে অনিশ্চিত বোধ করে মধ্যবয়সী আগন্তুক। তার জুলফি গড়িয়ে ফোঁটা ফোঁটা ঘাম ঝরে, রোদপোড়া বাদামী ত্বক বেয়ে নেমে যায়। ফাটা ঠোঁটের ওপর শুকনো জিভ বুলিয়ে পরনের আলখাল্লা ঝাড়ে সে। ধুলোর মিহি পর্দা খানিকটা সময় শূন্যে ভেসে বাতাসে মিশে যায়।

সে দীর্ঘ পথভ্রমণ শেষে ক্লান্ত শরীর ছেড়ে দেয় বেঞ্চিতে। চোখের কালো মণি ডান থেকে বামে ঘুরিয়ে নেয়। অর্ধবৃত্ত পরিধিতে সামনের অংশ দেখে। ভাঙা কিছু স্থাপনা, দরদালান মুখ ব্যাদান করে দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে দু-পাশ দেখে নেয়। ভাঙা কার্নিশ থেকে দুটো কাক উড়ে গিয়ে বিদ্যুতের তারের খুঁটির ওপর বসে। নির্জন, নিশ্চুপ চারিদিক। সর্বত্র ধূসর বিকেল নেমেছে। শহরের ধূসরতার সাথে নিজের মলিনতার মিল খুঁজে পায় সে।

সরাইখানার দরজায় মরচে-ধরা মস্ত তালা ঝুলছে। আলখাল্লার ভেতর থেকে দুটো মুদ্রা বের করে আবার সেখানেই রেখে দেয় সে। জনমানুষবিহীন শূন্যতায় ঘুম পায় তার। ঠিক তখনি পেটের ভেতর খিদে মুচড়ে ওঠে। আড়ষ্ট পায়ে ভর দিয়ে সে উঠে দাঁড়ায়। খাবার-পানীয়র খোঁজে সরাইখানা ছাড়িয়ে সামনে হেঁটে যায়।

স্রোতহীন জলাভূমির বুকে নীল আকাশের ছায়া ভাসে। এই তো গঙ্গা-ব্রহ্মপুত্রের ব-দ্বীপ, আগন্তুক ভাবে, প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো জনপদ।পূর্বপুরুষের আদি গ্রন্থে এই মতো ভৌগোলিক অঞ্চলকে আগন্তুকের পুণ্য উৎপত্তিস্থল বলা হয়েছিল। দেশের নাম ধানশালিক। গ্রাম্য জনজীবনের বিবরণে ছিল ধান্যশস্য, গবাদি পশু, মৎস্য, নুনভাত। হাস্যরত শিশু, সবল দ্রাবিড় নারী-পুরুষ। সাঁকো পেরোলেই শহর। সে কোনো সাঁকো দেখতে পায় না। জলের ওপর নিজের ভাসমান প্রতিবিম্বের দিকে তাকায়। আলখাল্লার ভেতর থেকে পুরনো গোলমতো কম্পাস বের করে ঝাঁকি দেয়। এর কাঁটা উত্তর দিককে নির্দেশনা দিয়ে আছে।

পুস্তক মোতাবেক শহরের মধ্যখানে মহানগর থাকার কথা। যেখানে কারখানার যন্ত্রের সাথে ঘুরেছিল সভ্যতার চাকা।শ্রমিকের পেশীবহুল হাতের পাশে চিত্রকরের শৈল্পিক হাতের ছবি উৎকীর্ণ ছিল আদি পুস্তকে। বিদ্যাগৃহ, সেবাসদন, চিত্রশালা, উপাসনালয়ের নকশা আঁকা ছিল নগরীর মানচিত্রে। জনপদে সহাবস্থানরত ছিল দরিদ্র কর্ষক, ধনী বণিক, মাতাল, জুয়াড়ী আর জ্ঞানী দর্শনশাস্ত্রবিদ। আগন্তুক ইতোমধ্যে স্মৃতিচিত্রের সাথে বাস্তবের ছিটেফোঁটা মিল না পেয়ে বিচলিত হয়ে ওঠে।

নালা পেরিয়ে সে হেঁটে যায়। ইটের গাঁথুনি দেয়া একটা দেয়ালের কাছে এসে থামে। এখানে-সেখানে চলটা-ওঠা দেয়ালের চুনসুরকির ভাঙা গাঁথনি দিয়ে দেখা যায় ওপাশে একটা ডালিম গাছ। পাকা লাল ডালিম গাছে ঝুলছে। দেয়ালের ফাঁকফোকরে পা গলিয়ে ডালিম ধরে টান দিতেই ধারালো ডালে তার ডান কব্জির অনেকটুকু জায়গা চিরে যায়। মুহূর্তেই কব্জি থেকে কনুইয়ের দিকে রক্ত গড়িয়ে পড়ে। সে একবার ক্ষতের দিকে তাকায় কিন্তু ডালিম হাতছাড়া করে না। একটানে ডালিম ছিঁড়ে নেয়। দেয়াল থেকে লাফ দিয়ে নিচে নেমে ডালিম ফাটায়। স্ফটিকের মতো দানা মুখে পুরে বিচিসুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলে। ডালিমের রসে তার শক্ত ধুলোভরা ঠোঁটের ফাটল নরম হয়ে আসে। শুকিয়ে-আসা গলা আর্দ্র হয়।

দূর থেকে একজনকে এদিকে আসতে দেখে ডালিমের খোসা ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত এগিয়ে যায় আগন্তুক। কিছুটা এগিয়ে হাঁক ছাড়ে — এই যে, শুনছেন? থমকে দাঁড়ায় তরুণ। এখানে সে কাউকে আশা করেনি। আগন্তুক তরুণের সামনে এসে দাঁড়ায়। জানায় সে এ-শহরে এসেছে আদি উৎসের সন্ধানে। ধানশালিক নামক দেশ তার পূর্বপুরুষের আবাসস্থল ছিল। তরুণের মনে পড়ে — ‘দাদু, দাদু!’ আদরের ডাক। ধানশালিক পাখি। হুশ হুশ উড়ে যায় সে ছোটবেলায়। শীতলপাটির ওপর বসে প্রপিতামহের মুখে ধানশালিকের নাম যেন সে শুনেছিল এক গল্পে। এই নাম অনেক আগে লুপ্ত হয়ে গেছে। তরুণ সন্দেহের চোখে তাকায় আগন্তুকের দিকে, তারপর বলে — এ দেশের নাম ভুলভুলিয়া।

ভুলভুলিয়া! নাম শুনে অবাক হয় সে। কিচ্ছাকাহিনিতে দেশের এমন নাম থাকে। সে যেন এক গল্পেই ঢুকে পড়েছে। তরুণ ছাড়া আর কেউ নেই আশেপাশে। নগরীর অধিবাসীরা কোথাও জড়ো হয়েছে। হতে পারে সবাই কোনো উৎসবে গেছে। এ কথা জিজ্ঞেস করলে তরুণ জানায় সে উৎসব শব্দটির সাথে পরিচিত নয়। আগন্তুক বুঝিয়ে বলে — উৎসব অর্থ আনন্দ উদযাপন করা। কোনো মেলা কিংবা পার্বণ। অদ্ভুত দৃষ্টিতে ছেলেটি আগন্তুকের দিকে তাকিয়ে রয়। এই শব্দগুলো তার অপরিচিত। সে বলে — এই দেশে এমন কিছু হয় না। এই শহর পরিত্যক্ত। এখানে কেউ থাকে না। আমি মাঝেমধ্যে ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। তারপর কী মনে করে বলে — অনেক কাল আগে এই জায়গাটির একটি নাম ছিল। আমার প্রপিতামহ বলেছিলেন এক সময় জায়গাটি গুরুত্বপূর্ণ ছিল।

আগন্তুকের মনে হলো এদেশে কারো কিছু মনে থাকে না। সবাই সবকিছু ভুলে যায়। কারণ এরই মধ্যে সে কোথা থেকে এ দেশে এল তা ভুলে গেছে। এমনও হতে পারে এখানে যে-যা করে সব ভুলভাল হয়ে যায়। দেশের নাম ভুলভুলিইয়া। সে আর কথা বাড়ায় না। তরুণ যদি জিজ্ঞাসা করে সে কোত্থেকে এল, কী বলবে সে ভেবে পায় না। দু’জন কথা না বলে হাঁটতে থাকে।

মনে মনে আগন্তুক উত্তর খোঁজে। সে হয়তো উত্তর বা দখিনের বরফ-উপচানো পাহাড় ডিঙিয়ে এসেছে। কেন? পূর্বপুরুষের খোঁজে সে কেন এসেছে? সে দেখতে পায় কোটি কোটি মানুষ অপেক্ষারত কাঁটাতারের ওপারে। পৃথিবী ওদের ভুলে গেছে। বিপর্যস্ত, বিপন্ন সর্বহারার দল। ধন-জন সবকিছু খুইয়েছে তারা। এমনকি ক্রুদ্ধতাটুকুও। সে তবে পরিত্রাতা। বিজনভূমিতে অভিবাসীদের পয়গম্বর হয়ে আবির্ভূত হয়েছে। সে ছদ্মবেশী কাসেদ। মুক্তির গুপ্ত সংবাদ সে লুকিয়ে রেখেছে আলখাল্লার পকেটে।

চারিদিকে খাঁ খাঁ শূন্যতা — এটা স্বপ্নও হতে পারে। সে বেঞ্চির ওপর বসে ঘুমিয়ে পড়েছিল। সে এখন জেগে নেই, যা-কিছু দেখছে সব অবাস্তব। স্বপ্নে যেমন হয়ে থাকে, কখনো বোঝা যায় এটা স্বপ্ন কিন্তু থামানো যায় না। ধূসর, বোধহীন, ব্যথাহীন এবং নিয়ন্ত্রণহীন একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে ঘটনা প্রবাহিত হয়। যখনই তার বোধ জাগ্রত হয় স্বপ্ন ভেঙে যায়। বোধের আচ্ছন্নতা থাকে কিছুক্ষণ। আগন্তুকের খিদেবোধ এবং ব্যথাবোধ অনুভূত হয়েছে। তাই এটি কোনো স্বপ্ন নয়। অথচ স্বপ্নের অধিক স্বপ্নেরও উত্তরণ ঘটতে পারে। হাজার লক্ষ বছর ধরে দেখা বিবর্তিত স্বপ্ন হয়তো রঙিন, বোধযুক্ত এবং স্বয়ংসম্পূর্ণ হবে। সে মনে করে স্বপ্নের শেষে সূর্য ঢলবে। পূর্বপুরুষের বাস্তুভিটায় ছিটকে পড়বে পদ্মা-ব্রহ্মপুত্রের জল। অন্ধকার জল ফুঁড়ে জেগে উঠবে জোছনার শালুক। আদি পুরুষের শ্বাস মিশে যাওয়া ব-দ্বীপের বাতাস জুড়াবে দেহ।

হয়তো স্বপ্নের মধ্যেই এমনকিছু অনুভব করে সে কিংবা সে বেঞ্চির ওপর ঘুমন্ত নয়। আদিভূমি সন্ধানের অনেক আগেই সে ঘুমিয়ে পড়েছিল। কোথায় শেষ ঘুমিয়েছিল সে মনে করার চেষ্টা করে — একটি ঘর। ঘরের ভেতর তক্তপোষ পাতা। একটা টেবিলের ওপর বইয়ের স্তুপ, চায়ের কেতলি আর দুটো পোকায়-কাটা আপেল। সে শুয়ে আছে চৌপায়ার ওপর, বুকের ওপর প্যাপিরাসের পাতা। এতটুকু পর্যন্ত সে মনে করতে পারে। প্যাপিরাসের পাতায় লেখা কথাগুলো সে ভুলে গেছে।

জীর্ণ প্যাপিরাসের পাতায় ছিল আবহমান কাল ধরে সভ্যতার উত্থান-পতনের চিহ্নসূত্র। সিন্ধু নদের মোহনায় আদি পিতামাতা লিখেছিল সভ্যতার গোড়াপত্তনের কথা। অবশেষে সভ্যতা পরিত্যক্ত হলে ধ্বংসের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছিল এক নতুন সভ্যতার ভিত। সেই সভ্যতা বর্তমান কালে সঞ্চারিত হয়েছিল। একদা ধানশালিকের দেশ ভুলভুলিয়াতে ধীরে ধীরে স্মৃতিভ্রষ্ট হতে থাকে আগন্তুক। মস্তিষ্কে তার অজান্তে সভ্যতার ইতিহাস ভুলে যাবার প্রক্রিয়া চলতে থাকে।

লোহার শিকগাঁথা বেড়ার উপরদিকে ইস্পাতের কাঁটাতার বৃত্তাকারে পেঁচিয়ে রয়েছে। শিস কেটে বাতাস বয়ে যায়। অলঙ্ঘ্য তারের ওপর নিঃসঙ্গ একটি গুবরেপোকা কেঁপে ওঠে। পোকাটিকে বড় আপন মনে হয় আগন্তুকের । করুণ সুর বেরিয়ে আসে ডালিমরসে ভেজা তার কণ্ঠনালী থেকে। তরুণ ভয় পেয়ে চমকে তাকায়। গুনগুন শব্দকারী আগন্তুককে তার জাদুকর মনে হয়, যে কি-না মন্ত্র পড়ে তাকে বশীভূত করতে পারে। তরুণ জিজ্ঞেস করে, —  কী মন্ত্র পড়ছিলে?

— ওহ!আমি গান গাইছিলাম।
তরুণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, — গান কী?
গীত, বাদ্য, নৃত্য — এই তিনের মিলনে সঙ্গীত সৃষ্টি হয়, আগন্তুক জানায়, গান কবিতার মতোই কিন্তু সুরে গাইতে হয়। তরুণ একের পর এক সম্পূরক প্রশ্ন করে যায় কবিতা আর সুর নিয়ে। উত্তরগুলো ভাবতে থাকে সে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, — কবিতা হলো কল্পনাবিলাসের মাধ্যমে ভাবমাধুর্য প্রকাশ করা। সুর … এক ধরনের ধ্বনি বলা যেতে পারে। ঠিক বোঝাতে পারলাম না মনে  হয়।

— তুমি সংগীত এবং কবিতা যাকে বলছ সেসব নিষিদ্ধ হয়ে গিয়েছে শত শত বছর আগেই।

যা পূর্বে ছিল এখন নেই। অতীত। অতিক্রম করে গেছে যাবতীয় মোক্ষমহৎ। প্রায় ধ্বংসপ্রাপ্ত নগরীর প্রান্তে দাঁড়িয়ে তার মনে হয় এখানে মানুষ নেই। অদৃশ্য ফুঁ সংগীতজ্ঞ, রসবোদ্ধা মানুষগুলোকে  বহু পূর্বেই নিভিয়ে দিয়েছে। হঠাৎ তার মনে হয় আদিপুস্তক অসম্পূর্ণ এবং ভুল ছিল। কিংবা প্রাচীন পুঁথি অস্তিত্বহীন। সবই তার কল্পনা থেকে উৎপাদিত মর্মন্তুদ ফলাফল। মনোরাজ্যে সে কাল্পনিক পুস্তক রচনা করেছিল। গ্রাম-নগরের আরোপিত দৃশ্যায়ন তাকে ভুলভুলিয়ার কেন্দ্রাভিমুখী করেছে। কল্পনার সূত্র প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তার মাঝে প্রেরিত হয়েছে। আদি উৎস বলে আদৌ কিছু নেই। পোড়া মাটির দেশ নেই। অফিস, বাজার, স্টেশন নেই। নেই একটা বোকাসোকা ডাকঘরও। এই অদ্ভুত মনুষ্যহীন মৃত অঞ্চল তার দেশ নয়। সে এক প্রাগৈতিহাসিক প্রাণীর দন্তহীন অন্ধকার মুখগহ্বরে নির্বাসিত হয়েছে। তার উত্তাপ শুষে নেয় দানবের খসখসে শুষ্ক জিভ।

কাঁটাতারের ওপারের মানুষেরা উৎসব চেনে না। আনন্দ জানে না। কবিতা নিষিদ্ধ। কবে কবে তারা গীত-বাদ্য-নৃত্য ভুলে গেছে। ওরা হয়তো মানুষই নয়। পরস্পর যোগাযোগহীন অগুনতি ছায়ামানব। বুকের মধ্যে অশ্বখুরের দাপানি নিয়ে তরুণের দিকে তাকায় আগন্তুক। এই তরুণ ছায়াতরুণ। তার হাত, পা, চোখের দীর্ঘ পাপড়ি, আলুথালু একমাথা চুল সকলই মিথ্যে। অলীকপুরী ভুলভুলিয়া এক মায়ারাজ্য। ঘোড়ার খুরের পাড়ায় তার পাঁজরের হাড় গুঁড়িয়ে যায়। সাদা হাড়ের ভেতর থেকে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়ে সারা দেহে। দেহের সীমানা ছাড়িয়ে আকাশে উঠে যায়। আবার নেমে আসে। যেন এক হিমানী আলোকচক্র। আগন্তুকের মাথার ওপর একখণ্ড তীব্র শীতল যন্ত্রণা হয়ে ভেসে থাকে।

হাঁটতে হাঁটতে ওরা শহরের প্রান্তে চলে আসে। দূরে উঁচুমতো অস্পষ্ট কিছু দেয়াল। দেয়ালে ম্যুরাল দেখতে পায় আগন্তুক।

— এর শাস্ত্রসম্মত নাম‘আধিপত্য স্মারক’।

সহস্রাধিক প্রাচীন অস্ত্র গেঁথে রাখা হয়েছে দেয়ালে। আধিপত্যস্মারক। সারিবদ্ধ তরবারি আর চাপাতির গায়ে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। আদি পিতামাতার কথা স্মরণ করে আগন্তুক। বাতাসে তাজা রক্তের নোনা ঘ্রাণ। সেক্ষণেই কব্জিচেরা ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ে। নিজেকে আর ঈশ্বরপ্রেরিত মহাপুরুষ সে ভাবে না। শরণার্থী সে। অহো! বিভ্রান্ত আগন্তুক। আটকা পড়ে যাওয়া এক আশ্রয়ার্থী। তবে কে রক্ষাকর্তা? তরুণকে দেখা যায় না। ভোজবাজি হয়ে সে বাতাসে মিশে গেছে।

কে যেন ওর কানের কাছে অশুভ ফিসফিস স্বরে বলে — থামো। সে এগোতে চায় কিন্তু নড়তে পারে না। আধিপত্য তার পায়ে লোহার অদৃশ্য শিকল পরিয়ে দেয়। ঘোলাটে চোখের সামনে বিজলীর চিকন রূপালি রেখা ঝিকিয়ে ওঠে। সে বোঝে না এটা উদ্ধত চাপাতির অংশবিশেষ। মাথার ভেতরে জ্বলে-ওঠা তীব্র শীতল আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে ফালি ফালি করে দেয়া শরীরের সমস্তটায়। দাউ দাউ জ্বলতে থাকে মাংস-চামড়ার ক্ষত। চেতনা লুপ্ত হবার আগ মুহূর্তে সে কিছু বলার চেষ্টা করে। পারে না। শুধু অস্পষ্ট মর্মান্তিক গোঙাণিতে আকাশের রঙ আরো ম্লান, আরো ফ্যাকাশে হয়ে যায়।

সান্ধ্যকালীন দু-একটা তারা ফোটে। কুহকমন্দ্রিত প্রহর। নিচে ধূসরের ওপর ছোপ ছোপ কালো দেখা যায়। সেখানে বড় বড় গর্ত হাঁ হয়ে আছে। নিশ্চুপ চারিদিক। অনেক দূরে পাতাহীন ভাঙা ডালপালা নিয়ে একঠায় দাঁড়ানো তিনটি শুকনো গাছ। বাতাস যোগান দেয়ার শক্তি হারিয়ে গাঢ় বাদামি রঙ ধারণ করা। ধূ ধূ রুক্ষ প্রান্তরে একটি বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যায় আগন্তুক। বিশাল খোলা প্রান্তরে সে একক সত্তা। নিঃস্ব এবং অসহায়। শূন্যতা তাড়া করে, দাবড়ে বেড়ায়। বিরাটকায় প্রাচীন শকুন তার জীবন্ত মগজ ঠুকরে খায়। বুড়ো শেয়াল খাবলে খায় ডালিমদানার মতো লাল হৃৎপিণ্ড। এতটুকু আড়াল পায় না বিচ্ছিন্ন মানব। সর্বকালের ভেতর বিলুপ্ত হয়ে যায় অতীতপুরাণ। আদিপুস্তকে কোনো আশ্বাস ছিল না। ঘটমান বর্তমান পুরাঘটিত হয়ে ভাবীকালে হারিয়ে যায়।

সমাধিক্ষেত্রে মলিন আলখাল্লা পড়ে থাকে। শরণার্থী নেই। নিঃশ্বাসটুকু আলখাল্লার ফাঁকে ফাঁকে ঘুরপাক খায়।

 

কৃতজ্ঞতা : গাঁথা

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত