জামিন পেলেন কবি হেনরী স্বপন
১৬ মে বৃহস্পতিবার জামিন পেয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা কবি হেনরী স্বপন।
তিনি জানান, আদালতের কাছে হেনরী স্বপনের আইনজীবী জামিনের প্রার্থনা করেন। তখন মামলার বাদী জানান, এতে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেন। এখন এই জামিনের কাগজপত্র বরিশাল কারাগারে পৌঁছলেই মুক্তি পাবেন হেনরী স্বপন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তিনি মুক্ত হবেন।
প্রসঙ্গত গত ১৪ মে সকালে বরিশাল কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ২৮, ২৯ ও ৩১, ধারায় কবি হেনরী স্বপনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়। এরপরই কবি হেনরীকে গ্রেফতার করে পুলিশ, এরপরই সাদা পোশাকে থাকা চার পুলিশ মোটরসাইকেলে করে কবি হেনরী স্বপনকে থানায় না নিয়ে সরাসরি নিয়ে যান মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের হাজতখানায়। বিকাল ৫টায় আদালতের নির্দেশে হেনরী স্বপনকে কারাগারে পাঠানো হয়।
.
কথাসাহিত্যিক