চারটি কবিতা

Reading Time: 2 minutes

পেন্সিল

পেন্সিলে বুঝি ধার কম
নিমেষে মিলায় হাওয়াতে
রবারের সাথে পাল্লায়
আনো শাপনার আনো ব্লেড

পেন্সিল দিয়ে কালোফুল
শাদা খাতা জুড়ে এঁকে যাও
আঁকো ছাত্ররা ছবিয়াল
তিল থেকে তাল মিলবেই

কেউ অংকের সুতো খোঁজে
কেউ সমাজের বিজ্ঞান
ইতিহাস পড়ে রক্তেরা
ছড়িয়ে পড়ার পথ আঁকে

কারো লাল চোখ নিষ্প্রাণ
বর্ণ শব্দ কেউ শেখে
বর্ণ প্রথাকে ধান্দায়
বিবর্ণ করে উসকায়

কেউ দিনভর মানুষের
মুণ্ডুকে ধরে চাবকায়
পেন্সিলে ধার কমলেই
কারো বড় বড় পা গজায়

ধার করা যত বিদ্যায়
ধার দিয়ে কোনো লাভ নেই
যেখানে জ্বলছে দাবানল
তার ধারে গিয়ে কাজ নেই

চলো পেন্সিলে ধার দিই
নিয়ে আসো চোখা শাপনার
পেন্সিলে যদি রং দাও
সূর্যের লাল পূর্বেই

 

 

প্যাটেলার গান

সেবার প্যাটেলাটুকু গুড়িগুড়ি হলে
অবসাদে বসে পড়ে হাঁটুর লাটিম
চারিদিকে মানুষের ত্রস্ত চলাফেরা
ভেতরের হাহাকারে এস্রাজের সুর
স্থির, কি নিষ্কম্প তার তারের ব্যঞ্জনা
সমস্ত শরীর জুড়ে প্যাটেলার গান
অর্কেস্ট্রার আর্তনাদ হু হু বেজে চলে

দুমড়ে মুচড়ে জগদ্দল প্যাটেলার হাঁটু
সমস্ত শরীর স্থানু হঠাৎ অথর্ব
তীক্ষ্ণ টোপ মহাজাগতিক শিকারের —
কতো দ্রুতযান শত শব্দদোষ শুধু
আমাদের চারিপাশে ক্রমশ বিস্তারে
ক্রমশ সময় স্রোত টেনে যায় ভূত-
ভবিষ্যতে — কোষে কোষে তীব্রতর হয়
তীব্র ঘ্রাণ তীব্র তার ব্যগ্র মাদকতা
টোপের হরিণ আজ জনারণ্যে ভীড়ে
মিশে যায় শিকারীর শীতল দৃষ্টিতে
অথবা এমন কোন রক্তস্রোত ধারা
প্রবাহিত শিহরণ ঘর্ম কলেবরে
সমস্ত শরীর জুড়ে প্যাটেলার গান
অর্কেস্ট্রার আর্তনাদ হু হু বেজে চলে

তোমাদের দাঁড়াবার সে-সময় নেই
তোমাদের সামনে শুধু ঝুলে থাকে
অসমাপ্য কর্তব্যের লোভাতুর ঝুলি
চোখে ঠুলি পড়ে থাকে অগ্রগামিতার
সোপান পেরিয়ে চলে মানব জীবন
কেবল আমিই তবে স্রোতের বিপক্ষে
বেমক্কা পড়েছি বসে পথে– মাঝপথে
নিষ্পলক দৃষ্টিরেখা দূরে স্থিরমণি
হাঁটুভাঙা চলৎশক্তি নিতান্ত রহিত
কেবল ভেতরে গুঞ্জে মর্ম বিদারক
বিষণ্ণ এস্রাজ – সাজ সাজ রব ওঠে
কোথায় চলেছে ছুটে কর্তব্যের গাড়ি
কোন সে স্টেশনে তার থামার ঠিকানা
বিসমিল্লা খাঁর সানাই হঠাৎ ফুকারে
উথাল পাথাল করে সারা দেহমন
সমস্ত শরীর জুড়ে প্যাটেলার গান
অর্কেস্ট্রার আর্তনাদ হু হু বেজে চলে

বসন্ত উধাও ধু ধু — ফের শীতকাল
ফিরে আসে জীবনের সবুজ চত্বরে
তবে সে মীড়ের সাথে সারা পৃথিবীতে
স্রোতের বিপক্ষে থাকা অনড় হাঁটুতে
জীবনের নতুন ব্যঞ্জনা জমে ওঠে
অনন্তর ছোটা ছেড়ে দক্ষিণের দ্বারে
হৃৎ-ক্ষরণের গান আলোর উচ্ছ্বাসে
সমস্ত শরীর জুড়ে প্যাটেলার গান
অর্কেস্ট্রার আর্তনাদ হু হু বেজে চলে

 

 

চুরমার

চুরমার করে কাঁচের দেয়াল
হুহু সমীরণ ভেতর মহলে
আলো নিভু নিভু তন্দ্রা টুটেছে
ফিসফিস করে প্রেতচ্ছায়ারা

দূরে সাইরেন দূরে হেমলক
দূরে শাইলক খুদ পিপাসার
চোখের শর্ষে চোখে লেগে রয়
গন্ধে মাতাল মহর্ষিগণ

আয়ু চুরমার আয়ু সমাচার
দ্রোণাচার্যের আঙুলের খোঁজে
এইভাবে কাটে পৃথিবীর দিন
একলব্যের রক্তগঙ্গায়

চুরমার হয়ে পথে পড়ে রয়
ধূমকেতু লেজ প্লুটো নেপচুন
সময়ের গুঁড়া স্রোতের ফসিল
কাঁচের দেয়াল হুহু সমীরণ

 

 

অলাতচক্র

আমি কোনো চক্রে নেই

তবু দোল খায় পেন্ডুলাম
দোল খায় শব্দ তুলে ঢং ঢং

জ্বলন্ত কাঠ — অঙ্গার —
মর্মজ্বালা এবং প্রণয়
ঘোরে বেগে চক্রাকারে

দশচক্রে আটকে পড়ি
ভূত ভবিষ্যতে

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>