| 28 মার্চ 2024
Categories
কবিতা সাহিত্য

যুগল কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

ফ্লেমেঙ্কো শীতকাল

………………..

আমাদের ঘরে শীতকাল জমে গেছে,

সিল্যোয়েট সন্ধ্যা অবকাশে
বেডকভারে যদিও ফ্লেমেঙ্কো ছড়ানো,
তবু কিছুতেই মধুমন্তী বাজেনা রাতে।
ছাদের অংশটুকু, ঘুমন্ত ছিল বহুদিন
বিচূর্ণ বরফে অক্ষত ঢাকা
সেটিও বিভক্ত কিছুদিন হোল।
প্রতিটি কর্পূর সংকেতে
হেমন্ত আভাস থাকা সত্ত্বেও,
জয়েন্ট অ্যাকাউন্ট গুলমার্গ এখন।
অবশেষে যেটুকু গোড়াপত্তন,
ছাদ চুঁইয়ে পড়া বরফকণায়,
উপসংহারে সেও মমি হয়ে যায়,
সারকথাটুকু দেওয়াল লিখনে গাথা,
আমাদের ঘরে শীতকাল জমে গেছে, যৌথ চলার মাঝরাতে।

 

 

কঙ্কাল

………..

অতএব আমিও খুঁজি,

পশমিনা রেকাবে জমারাখা মন।
তারই খোঁজে রোজ ডানা মেলি
এক মেঘ থেকে ক্লান্ত দুপুরে।
গাঙ্গেয় পথে খুঁজতে গিয়ে একবার, কিছু খুচরো মনের হদিশ মেলে,
ওতে সোঁদা গন্ধ ছিল,সে তো মুছে গেছে কবেই।
কলুষ ক্লান্ত শহুরে বাতাসে খুঁজে পাই তাকে একদিন
রক্তমাখা জামা গায়ে শব্দের মিছিলে হাঁটছিল সে।
কাছে গিয়ে গায়ে হাত রাখতে দেখি,
শকুনের দেঁতো হাসি,কঙ্কাল করে গেছে যাকে, সে আমার মন।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত