যুগল কবিতা
সকালকে, বিকেলের চিঠি
প্রিয় সকাল,
ডায়রীর ভাজে মৃত গোলাপেরা সাক্ষ্য দিচ্ছে
অনেকদিন দেখা হয়নি আমাদের,
পুরোনো চিঠির বান্ডিল মনে করিয়ে দিচ্ছে
একে একে মূর্ছা গেছে ডাকঘরগুলি!
ভীষণ বৃষ্টি এলে
অভ্যেস মতো আজও পরি
তোমার দেয়া নীল পাঞ্জাবীটা,
যদিও শেষ কবে ভিজেছি মনে পড়ে না।
হয়তো জেনে খুশি হতে পারো-
আজকাল আমার কবিতাতেও প্রায়শই নেমে আসছে
বোদলেয়ারের চমকিত মেঘদল!
তবে, দুঃখিত, তোমার বাবাকে বলবার মতো
মাইনেটা আজও বাড়লনা।
ভাল থেকো, খুউব…
-তোমারই, একলা বিকেল।
পুনশ্চ:
কৃষ্ণচূড়ার দিন ফিরে আসছে
তুমি আসছো তো?
দু:খদাহে পুড়ে যাচ্ছে বুকের উঠোন
ভালোবাসছো তো?
ডাকবাক্স
মনখারাপ হলে এখন আর চিঠি লিখিনা
ইচ্ছে করেনা- তা নয়, প্রতিক্ষিত প্রাপক নেই,
হলুদ খামের ‘সাইকেল কাকু’- তুমিওতো নেই;
মনখারাপ হলে এখন আর চিঠি লিখিনা
মরচে ধরা লাল বাক্সটা-
কিছুক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি!
মনখারাপ হলে এখন আর চিঠি লিখিনা
বরং, না লিখতে পেরে- মনখারাপ করে বসে থাকি…

কবি