কাবুলে গাড়িবোমা বিস্ফোরণ

Reading Time: < 1 minute

সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল জোরালো এক বিস্ফোরণে ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল, বহু দূর থেকে তার অভিঘাত টের পাওয়া যায়। 

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রহিমি জানান, কাবুলের সময় রাত পৌনে ১০টায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণস্থল কাবুল পুলিশ ডিস্ট্রিক্ট ৯, গ্রিন ভিলেজের কাছেই। জায়গাটি অতি ব্যস্ত এলাকা। মূলত বিদেশি নাগরিকেরাই এখানে থাকেন। এখানে একাধিক সংস্থার দফতরো রয়েছে। আছে এনজিওর কার্যালয়ও। 

এখনও পর্যন্ত কেউ হামলার দায়ে নেয়নি। জঙ্গিখোঁজে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। তবে, তালিবানরাই সন্দেহের তালিকায় রয়েছে। 

প্রায় দু-দশক ধরে যুদ্ধ চলা আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে তালিবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তা হলে প্রশ্ন দাঁড়ায়, শান্তি আলোচনা চলাকালীন কেন হামলা করছে তালিবানরা? নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতেই নাকি এ ধরনের হামলা অব্যাহত রেখেছে তারা, বলছেন বিশেষজ্ঞরা৷

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>