আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
১
জানে করাত কাঠ চেরাইয়ের কষ্ট কতো
জানে লোহার পেরেক
কতোটা গভীর ক্ষত হলে জলের ধারায়
ঝরে কতো বারেক।
২
নদী ছিলো স্রোতস্বিনী, ছিলো জলের ঢেউ
বুকের ভেতর লুকোচুরি খেলছে যেনো কেউ।
৩
কেউ জানেনা কেউ জানেনা জানে শুধুই পথ
পথের উপর তুমি আমি শুধু ভিন্ন ছিলো রথ।
৪
একটা দোয়েল শিষ দিয়ে যায় উদ্যানের মাঝে
সকাল দুপুর খুঁজিই তারে পাইনি সন্ধ্যা সাঁঝে।
৫
এমন করে তুই দুঃখ দিলি এমন করে সুখ
আরশীতে আর দেখবি না এই উদাসী মুখ।
৬
আয়না মাঝে দেখলে তখন জড়িয়ে ধরে আছি
তোমায় ছাড়া দিন কাটাবো সুখের জীবন বাজি ।
৭
না ভাঙা ঘুম পাড়ি দিতে চাই অচেনা এক পথে
কেউ যাবেনা একা যাবো নিজেই নিজের সাথে।
৮
সকল দরজা বন্ধ করে যুবক বুকে মারে ছুরি
মন নিয়ে খেলে সময় আকালপক্ষে লুকোচুরি