Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ধন্য তুমি করোনা

Reading Time: < 1 minute

উদয়ন উচ্চ  মাধ্যমিক বিদ্যালয়
রোল:২৫
শ্রেণী:৭ম
শাখা:চাতক


আজ চারিপাশে নেই জনসমাগম
নেই সেই বিশ্রী হর্ণের ধ্বণি,
অমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ
যেন শত বর্ষে আর পাওয়া  যায়নি।

আজ ভেঙেছে খারাপের পা
হয়েছে সে অন্ধ,
খারাপ বলতে কিছুই নেই
খারাপের সবকিছুই যে বন্ধ।

বন্ধ ক্যাসিনো,
বন্ধ জুয়ার আড্ডা,
বন্ধ মদের আসর,
নেই যে মদ কেনার টাকাটা।

আজ নেই মারামারি, নেই বিদ্রোহ,
নেই কোনো যুদ্ধ
আজ সকল দেশ যেন,
একই বাধনে বদ্ধ।

এখন মানুষ ভয়ে করছে,
সৃষ্টিকর্তার কথা মনে।
সারাদিন যেন জপেই যাচ্ছে,
তারই নাম মনে প্রাণে।

এখন মানুষ পড়েছে যে,
মানবিকতার দায়ে,
ধনী-গরিব নেই ভেদাভেদ
সকলেই যে বাঁচতে চায়।

আজ মানুষ দাড়িয়েছে একে
অপরের পাশে,
এখন কার সাধ্যি আছে
ভাবে করবে সর্বনাশে।

তবুও এখনও আছে
দুষ্টুর কালো ছায়া।
জানি না কীভাবে দূর করবে
ব্যবহার করবে কী মায়া।

যার আছে ভালো, তার আছে খারাপ।
করোনা একদিকে যেমন আশীর্বাদ,
অন্যদিকে তেমনই অভিশাপ।

নিয়েছো করোনা লক্ষেরও প্রাণ,
কাঁদিয়েছো হাজার মানুষকে,
এখন ভালোবাসার মানুষও কাছে
আসতে পারছে না
কাঁদছে  ধুকে ধুকে।

তোমার জন্য গরিব-দুঃখীরা
মরছে অনাহারে,
করোনা তুমি যেন টেনে ছিড়েই দিচ্ছো
শয়তান ক্ষমতাধারীদের মুখোশটারে।

তোমার ভয়ে আজ মানুষ ঘরের বাইরে
বের হচ্ছে না কোনো কাজে।
তাই, প্রকৃতি যেন নিজ আনন্দে
রূপবতীর মতো সাজে।

আজ প্রাণীরা করছে রাজত্ব,
নির্ভয়ে আপন আবাসস্থলে।
মাছেরা যেন আনন্দের চোটে,
লাফাচ্ছে জলে জলে।

তোমায় মানুষ মনে রাখবে, যতদিন
আছে এই প্রাণ।
অনুরোধ করে বলছি তোমায়
আর কারো নিয়ো না জান।

যা করেছ ভালোই করেছ
আরযে পারা যাচ্ছে না
ধন্য তুমি, ধন্য তুমি
ধন্য তুমি করোনা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>