বয়ঃসন্ধি
নাকের নিচে গোঁফের রেখা; আমার শুধু করে ভয়
কোনো কিছু ভাল্লাগে না; হঠাৎ করে কি যে হয়
নিজের কথায় চমকে উঠি; গলার ভেতর অন্য স্বর
দমকা হাওয়া হঠাৎ করে; আমার উপর করে ভর।
নাকের নিচে গোঁফের রেখা; গালে বাড়ে ব্রণের দাগ
হঠাৎ করে সবাই যেন; আমার কাজে বসায় ভাগ
পড়তে আমার ভাল্লাগে না; ছুড়ে ফেলি পড়ার বই
ইচ্ছে করে দূরে গিয়ে; একা একা বসে রই।
নাকের নিচে গোঁফের রেখা; আকাশ ডাকে আয় না
বদ্ধ ঘরে থাকতে আমার; মনটা যে আর চায় না
কি যে হলো হঠাৎ করে; ইচ্ছে করে উড়তে
মেঘের ভেলায় ডানা মেলে; সকাল বিকাল ঘুরতে।