| 29 মার্চ 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

আতর আলীর কুড়েমি

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
শুয়ে বসে কেটে যায় পুরো রাত দিন তার,
জেনেশুনে বাঁধিয়েছে চারিদিকে ঋণ তার।
কথা বলে ছোট করে আজগুবি কায়দায়,
কাজকাম বাদ দিয়ে সারাক্ষণ খায়দায়।
চোখ বুঁজে ভাত খায় বড়োসড়ো গামলায়,
জগ ভরে জল ঢালে তিনজন কামলায়।
খাওয়া শেষে ইশারায় চুন বাদে পান চায়,
ভাঙা ভাঙা ইংলিশে রক-ব্যান্ড গান চায়।
গান শুনে চুলহীন টাকমাথা চুলকায়,
ঢুলু ঢুলু ঘুমে চোখ,মাঝে মাঝে ঠুল খায়।
ফিসফিস করে বকে মাঝে মাঝে চমকায়,
ভয় শুধু গিন্নির, সেই তাকে ধমকায়।
তবে তার রাগ নেই,নেই রোগ চিন্তার,
বেশি বেশি খায় তবু দেহ অতি ক্ষীণ তার।
সাতখানা ছেলেমেয়ে  বড়োজন মোক্তার,
সম্পদ,ধন পাবে ছিল বাপে ঝোঁক তার।
কুড়েমির ফলে তার টাকাকড়ি সব যায়,
জমিজমা কিছু নেই আজ তার কব্জায়।
একেবারে অসহায়, কেউ তার পাশে নাই,
ঠোঁট খুলে বহুদিন আতর আলী হাসে নাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত