Categories
অবাক রাজা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
চন্দ্র রাজার মস্ত দেশে
কায়দা কানুন বেখায়ালে।
যখন তখন যাকে তাকে
পেলেই ধরে রাস্তা থেকে।
হিসেব করেই শাস্তি দেবে
কড়াই গন্ডাই উসুল করে।
খানিক বাদে ছেড়ে দেবে
ইচ্ছা হলেই ঢুকিয়ে দেবে।
কসাই রাজার মন্ত্রী মশাই
হাত পা মেলে ঘুমিয়ে পড়ে,
শখ যে তার রাজা হওয়ার।
নিয়ম কানুন বলতে নেই
যে যার মত চলছে সবাই।
ছোট্ট ভুলে শাস্তি বেশি
ভূল করলে করবে বেশি,
নাইলে আবার শাস্তি জোটে
আজব রাজার কাণ্ড দেখে
প্রজারা সব রাজ্য ছাড়ে।
রাজা মশাই হতাশ হয়ে
সব ভুল বুঝতে পারে।।