Categories
সাত সকালে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ছোট্ট পাখি, সাতসকালে
মুখটি কেন ভার?
ওঠো, চলো শপথ করি
মানবো না তো হার।।
জানি ঝড়ে গাছ পড়েছে
ভেঙে গেছে ঘর,
জেনে রেখো অন্য পাড়ে
জাগছে নদীর চর।।
জীবন মানেই উলটপালট
এই আছে এই নাই,
সেই কথাটা মেনে নিয়েই
চলতে হবে ভাই।।
দুঃখ আছে কষ্ট আছে
আছে খরতাপ,
এসব যারা দিল তাদের
করতে হবে মাপ।।
উড়বো সুখে মনে মনে
করে ফ্যালো পণ,
দেখবে তোমায় ঘিরবে এসে
তোমার আপন জন।।
সামনে যতই থাকুক পোঁতা
বড় বড় বাঁশ,
ফুলে-ফলে ভরি চলো
দুখের শ্রাবণ মাস।।
তারি মাঝে বেঁচে থাকার
রসদ খুঁজে নেই,
দুনিয়াকে মুঠি ভরে
ভালো কিছু দেই।।
ছোটোবেলা থেকেই বই পড়ার প্রতি আকর্ষণ। ধীরে ধীরে কবিতার সাথে একাত্মতা।দেশ বিদেশের অজস্র পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি। প্রচুর সংকলনেও লিখেছেন।
মূলতঃ কবিতা, ছড়া এবং ছোটগল্প লেখিকা।
সহ সম্পাদক.. উষার আলো পত্রিকা ।
সহ সম্পাদক.. রায়গঞ্জ বই মেলা কমিটি (সাহিত্য বিভাগ)
বর্তমান নিবাস– রায়গঞ্জ, উত্তর দিনাজপুর ।
* প্রকাশিত একক গ্ৰন্থ
১) নির্বাচিত সনেট ও কবিতা যাপন
২) সন্টাই-পন্টাই