| 9 অক্টোবর 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

সাত সকালে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ছোট্ট পাখি, সাতসকালে
মুখটি কেন ভার?
ওঠো, চলো শপথ করি
 মানবো না তো হার।।
জানি ঝড়ে গাছ পড়েছে
ভেঙে গেছে ঘর,
জেনে রেখো অন্য পাড়ে
জাগছে নদীর চর।।
জীবন মানেই উলটপালট
এই আছে এই নাই,
সেই কথাটা মেনে নিয়েই
চলতে হবে ভাই।।
দুঃখ আছে কষ্ট আছে
আছে খরতাপ,
এসব যারা দিল তাদের
করতে হবে মাপ।।
উড়বো সুখে মনে মনে
করে  ফ্যালো পণ,
দেখবে তোমায় ঘিরবে এসে
তোমার আপন জন।।
সামনে যতই থাকুক পোঁতা
বড় বড় বাঁশ,
ফুলে-ফলে ভরি চলো
দুখের শ্রাবণ মাস।।
তারি মাঝে বেঁচে থাকার
রসদ খুঁজে নেই,
দুনিয়াকে মুঠি ভরে
ভালো কিছু দেই।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত